প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / ব্যাংকে স্বর্ণ রেখে টাকা ধার নেয়ার হুকুম কী?

ব্যাংকে স্বর্ণ রেখে টাকা ধার নেয়ার হুকুম কী?

প্রশ্ন

ব্যাংকে স্বর্ণ রেখে টাকা ধার নেয়ার হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

জায়েজ নেই।  কারণ, ঋণ ব্যাংক এ ঋণের বদলে অতিরিক্ত টাকা গ্রহণ করে থাকে যা সুদ। তাই তা বৈধ নয়।

(قَوْلُهُ: كُلُّ قَرْضٍ جَرَّ نَفْعًا حَرَامٌ) أَيْ إذَا كَانَ مَشْرُوطًا كَمَا عُلِمَ مِمَّا نَقَلَهُ عَنْ الْبَحْرِ، وَعَنْ الْخُلَاصَةِ وَفِي الذَّخِيرَةِ وَإِنْ لَمْ يَكُنْ النَّفْعُ مَشْرُوطًا فِي الْقَرْضِ، فَعَلَى قَوْلِ الْكَرْخِيِّ لَا بَأْسَ بِهِ وَيَأْتِي تَمَامُهُ.”

(رد المحتار: كتاب البيوع، باب المرابحة و التولية، فصل في القرض، مَطْلَبٌ كُلُّ قَرْضٍ جَرَّ نَفْعًا حَرَامٌ ٥ / ١٦٦، ط: دار الفكر

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

অবাঞ্ছিত লোম ও কর্তিত নখ কি পুঁতে রাখা জরুরী?

প্রশ্ন From: Nusrat বিষয়ঃ Disposing Hair and Nails প্রশ্নঃ Assalamu Alaikum. I heard that it …

Leave a Reply

Your email address will not be published.

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস