প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / ব্যাংকে স্বর্ণ রেখে টাকা ধার নেয়ার হুকুম কী?

ব্যাংকে স্বর্ণ রেখে টাকা ধার নেয়ার হুকুম কী?

প্রশ্ন

ব্যাংকে স্বর্ণ রেখে টাকা ধার নেয়ার হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

জায়েজ নেই।  কারণ, ঋণ ব্যাংক এ ঋণের বদলে অতিরিক্ত টাকা গ্রহণ করে থাকে যা সুদ। তাই তা বৈধ নয়।

(قَوْلُهُ: كُلُّ قَرْضٍ جَرَّ نَفْعًا حَرَامٌ) أَيْ إذَا كَانَ مَشْرُوطًا كَمَا عُلِمَ مِمَّا نَقَلَهُ عَنْ الْبَحْرِ، وَعَنْ الْخُلَاصَةِ وَفِي الذَّخِيرَةِ وَإِنْ لَمْ يَكُنْ النَّفْعُ مَشْرُوطًا فِي الْقَرْضِ، فَعَلَى قَوْلِ الْكَرْخِيِّ لَا بَأْسَ بِهِ وَيَأْتِي تَمَامُهُ.”

(رد المحتار: كتاب البيوع، باب المرابحة و التولية، فصل في القرض، مَطْلَبٌ كُلُّ قَرْضٍ جَرَّ نَفْعًا حَرَامٌ ٥ / ١٦٦، ط: دار الفكر

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

গর্ভবতী স্ত্রীকে তিন তালাক দিলে স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনবে?

প্রশ্ন সময় নস্ট করার জন্য দু:খিত প্রশ্নটি হল একজন তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *