প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / পেশাবের ফোটা আসার ওয়াসওয়াসা হলে কী করবে?

পেশাবের ফোটা আসার ওয়াসওয়াসা হলে কী করবে?

প্রশ্ন

From: ইমাম হাসান
বিষয়ঃ পেশাব হতে পবিত্রতা

প্রশ্নঃ
অনেক সময় দেখা যায়, পেশাব শেষ করার পর যখন টিস্যু ব্যবহার করা হয়, তখন তা নিয়ে হাটাহাটি করার ফলে যৌনাঙ্গ বড় হয়ে যায়, ফলে প্রস্রাবের ফোটা তখন আর বের হয় না। এমতাবস্থায় হুকুম কি।
অনেক সময় এরকম হলে চেষ্টা করার পরেও প্রস্রাবের ফোটা বের হয়। তখন পানি দিয়ে ধুয়ে ফেলি, যখন আবার ওযু করতে যাই, তখন যৌনাঙ্গ ছোট হয়ে আসে তখন মনে হয় প্রস্রাবের কিছু ফোটা আটকিয়ে রয়েছে, এমতাবাস্থায় আমি আবার ওযু বন্ধ করে প্রসাবের ফোটা পানি দিয়ে পরিষ্কার করি। আবার ওযু করি। এই রকম অবস্থা প্রতিদিন হয় না। প্রায়ই সময় খুব স্বাভাবিক ভাবেই ওযু ইস্তিঞ্জা করি, মাঝেমাঝে টিস্যু ইউজ করার সময় যৌনাঙ্গ বড় হয়ে যায়।
পুরো বিষয়টি ব্যাখ্যা করেন?

উত্তর

بسم الله الرحمن الرحيم

পেশাব করার পর যতক্ষণ মনে হবে পুরোপুরি পেশাব পরিস্কারভাবে বের হয়েছে তখন টিস্যু বা পানি ব্যবহার করে ইস্তিঞ্জা শেষ করবে।

মনের প্রশান্তির জন্য যৌনাঙ্গে পানির ছিটা দেয়া যেতে পারে।

তারপর অযু করে চলে আসবে।

এ বিষয় নিয়ে আর কোন দুশ্চিন্তা বা ওয়াসওয়াসায় লিপ্ত হবার প্রয়োজন নেই। সন্দেহের বশে বারবার ইস্তিঞ্জা করতে যাবার প্রয়োজন নেই।

ولو عرض له الشيطان كثيرا لا يلتفت إلى ذلك كما فى الصلاة، وينضح فرجه بماء حتى لو راى بللا حمله على بلة الماء، هكذا فى الظهيرية (الفتاوى الهندية-1/491)

قوله: لطمانينة القلب لأنه أمر بترك ما يريبه إلى مالا يربيه، وينبغى أن يقيد هذا بغير الموسوس، أما هو فيلزمه قطع مادة الوسواس عنه وعدم التفاته إلى التشكيك لأنه فعل الشيطان، وقد أمرنا بمعادته ومخالفته، (رد المحتار-1/240)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভাড়া বাসায় স্বামী মারা গেলে স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে?

প্রশ্ন এক ব্যক্তির দুই স্ত্রী। এক স্ত্রী তার গ্রামের বাড়ি থাকে, আরেক স্ত্রী ঢাকা ভাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *