প্রচ্ছদ / প্রশ্নোত্তর / বছর হবার আগেই অগ্রীম যাকাত আদায় করলে কি আদায় হবে?

বছর হবার আগেই অগ্রীম যাকাত আদায় করলে কি আদায় হবে?

প্রশ্ন

আমার উপর জাকাত ফরজ হয়েছে ২০১৯ সালের ডিসেম্বর মাসে, আমি জাকাত দিয়েছি ২০২০ সালের মে মাসে। তাহলে কি আমার ৫ মাসের জাকাত বাকি আছে যেটা আমার দিয়ে দিতে হবে? তাহলে এই বারের জাকাত এর সাথে আগের ওই ৫ মাসের জাকাত কি দিতে পারব?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যাকাত ওয়াজিব হবার একটি মৌলিক শর্ত হল বছর অতিক্রান্ত হওয়া। যাকাতের নেসাবের মালিক হবার পর এক বছর অতিক্রান্ত হলে বছরের মাথায় ব্যক্তির হাতে যাকাতযোগ্য যে সম্পদ থাকে তার চল্লিশ ভাগের এক ভাগ যাকাত হিসেবে প্রদান করতে হয়।

সেই হিসেবে আপনার বছর শেষ হবার আগেই যেহেতু তা আদায় করেছেন। এখন দেখতে হবে এক বছর হবার পর আপনার হাতে যাকাতযোগ্য কত সম্পদ ছিল?

সেই সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত কত টাকা আসে? আর আপনি ইতোপূর্বে অগ্রিম হিসেবে কত টাকা যাকাত আদায় করেছেন?

যদি সমান বা বেশি হয়ে থাকে, তাহলে আপনার এখন আর কোন যাকাত দিতে হবে না। আর যদি বছর শেষের সম্পদের যাকাত আরো বেশি টাকা হয়ে থাকে, তাহলে যতটুকু বাকি আছে ততোটুকু সম্পদের যাকাত প্রদান করতে হবে।

উদাহরণত, আপনি যখন বছর শেষ হবার আগেই মে মাসে যাকাত দিয়ে থাকেন দশ হাজার টাকা। কিন্তু বছর শেষে আপনার সম্পদের যাকাত হিসেবে করে দেখা গেল আপনার উপর যাকাত আবশ্যক পনের হাজার টাকা। তাহলে এখন আপনাকে আরো পাঁচ হাজার টাকার যাকাত দিতে হবে।

কিন্তু যদি হিসেব করে দেখা গেল যে, আপনার উপর দশ হাজার টাকারই যাকাত আসে, বা এর কম। তাহলে আপনার যাকাত আদায় হয়ে গেছে। আর এখন কোন যাকাত দিতে হবে না।

বিঃদ্রঃ

যাকাতের বছর শেষ হওয়া ইংরেজী বা বাংলা বছরের হিসেবে হবে না। বরং আরবী মাস হিসেবে বছর হওয়া ধর্তব্য হবে।

صح لمالك النصاب أو أكثر أن يؤدى زكاة سنين قبل أن تجيئ تلك السنين حتى إذا ملك فى كل منها نصابا أجزأه ما أدى من قبل لأن السبب المال النامى وقد وجد (مجمع الأنهر، كتاب الزكاة، قبيل باب العاشر-1\208، جديد-1\308)

عن على أن العباس سأل رسول الله صلى الله عليه وسلم فى تعجيل صدقته قبل أن تحل، فرخص له فى ذلك (سنن الترمذى، كتاب الزكاة، باب ما جاء فى تعجيل الزكا-1\146، رقم-673)

ويجوز تعجيل الزكاة قبل الحول إذا ملك نصابا عندنا (تاتاخانية-3\184، رقم-4064)

ولو عجل ذو نصاب لسنين صح (حاشية الطحطاوى على مراقى الفلاح-715)

وحولها أى الزكاة قمرى لا شمسى (الدر المختار، كتاب الزكاة، قبيل باب زكاة المال-3\223)

العبرة فى الزكاة للحول القمرى كذا فى القنية (الفتاوى الهندية-1\175، جديد-1\236)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *