প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / চামড়ার মোজার উপর মাসাহ করার পদ্ধতি কি?

চামড়ার মোজার উপর মাসাহ করার পদ্ধতি কি?

প্রশ্ন ;

সম্মানিত মুফতি সাহেব আমার চামড়ার একজোড়া মোজা আছে । উক্ত মোজার উপর মাসাহ করার পদ্ধতি না জানার কারনে তা পরিধান করতে পারছি না । আমার প্রশ্ন হলো , চামড়ার মোজার উপর মাসাহ করার পদ্ধতি কী ? জানালে উপকৃত হবো ।
নিবেদক

মুহা ফয়জুল্লাহ
খুলনা

উত্তর
بسم الله الرحمن الرحيم

চামড়ার মোজার উপর মাসাহ করার মাসনূন পদ্ধতি হলো , প্রথমে উভয় হাত পানিতে ভিজিয়ে নিবে । অত:পর ডান হাতের আঙ্গুলগুলো ডান পায়ের অগ্রভাগে পূর্নরুপে ছড়িয়ে রাখবে। একইভব্ েবাম হাতের আঙ্গলগুলো বাম পায়ের অগ্রভাগে পূর্নরুপে ছড়িয়ে রাখবে । তারপর উভয় হাতকে পায়ের নলা পর্যন্ত টেনে আনবে।

اخرج الإمام ابن أبي شيبة في مصنفه 2/271 رقم الحديث 1969 بسنده المتصل عن المغيرة بن شعبة قال : رأيت رسول الله صلى الله عليه  وسلم بال ثم جاء حتى توضأ ومسح على خفيه ووضع   يده اليمنى على خفه الايمن ، ويده اليسرى على خفه الأيسر ، ثم  مسح اعلاهما مسحة واحدة ، حتى كأنى أنظر إلى  أصابع رسول الله صلى لله عليه و سلم على الخفين ، انتهى

جاء في الاصل 1: 70( ط .الاجرار) ، باب المسح على الخفين ، قلت : أرأيت المسح على الخفين كم هو ، قال : مرة واحدة . قلت : أيمسح من قبل الساق او يبتدي من الأصابع ؟ قال: بل يبدأ من قبل الاصابع حتى ينتهى إلى أصل الساق ، انتهى

والله اعلم باصواب
উত্তর লিখনে
মুহা. মুহাম্মাদুল্লাহ
শিক্ষার্থী : মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …