প্রচ্ছদ / প্রশ্নোত্তর / এক স্ত্রী এক কন্যা আপন দুই বোন দুইজন বৈপিত্রীয় বোন ও একজন বৈপিত্রীয় ভাইয়ের মাঝে সম্পদ বন্টন

এক স্ত্রী এক কন্যা আপন দুই বোন দুইজন বৈপিত্রীয় বোন ও একজন বৈপিত্রীয় ভাইয়ের মাঝে সম্পদ বন্টন

প্রশ্ন

এক ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার একজন স্ত্রী এবং একজন কন্যা সন্তান ও আপন দুই বোন এবং দুইজন বৈপিত্রীয় বোন এবং একজন বৈপিত্রীয় ভাই রেখে গেছে।

এখন উক্ত ব্যক্তির সম্পদ কিভাবে বন্টিত হবে? কে কতটুকু অংশ পাবে?

 উত্তর

بسم الله الرحمن الرحيم

এক্ষেত্রে মৃত ব্যক্তির দাফন-কাফন ও ঋণ ও সম্পদের এক তৃতিয়াংশ থেকে অসিয়ত আদায়ের পর বাকি পূর্ণ সম্পত্তিকে ২৪ ভাগে ভাগ করা হবে।

তারপর সেই ২৪ ভাগ থেকে ১৬ ভাগ সম্পদ পাবে মৃত ব্যক্তির কন্যা।

সেই ২৪ ভাগ থেকে ৩ ভাগ পাবে মৃত ব্যক্তির স্ত্রী।

বাকি ৫ ভাগ পাবে মৃত ব্যক্তির আপন বোন।

মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই ও বোন কিছুই পাবে না।

ُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ فَإِنْ كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ[٤:١١

আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেনঃ একজন পুরুষের অংশ দু’জন নারীর অংশের সমান। কিন্তু কেবল কন্যা যদি দুয়ের অধিক হয়, তাহলে তাদের জন্য পরিত্যাক্ত সম্পত্তির দুই তৃতিয়াংশ, আর মাত্র এক কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ নির্ধারিত। {সূরা নিসা-১১}

وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ۗ [٤:١٢

স্ত্রীদের জন্যে এক-চতুর্থাংশ হবে ঐ সম্পত্তির, যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্যে হবে ঐ সম্পত্তির আট ভাগের এক ভাগ, যা তোমরা ছেড়ে যাও ওছিয়্যতের পর, যা তোমরা কর এবং ঋণ পরিশোধের পর।  {সূরা নিসা-১২}

فى السراجى فى الميراث- ولهن أى الأخوات مع البنات او بنات الأبن لقوله عليه السلاة والسلام اجعلوا الأخوات مع البنات عصبة،

وفيه ايضا- ويسقط بنوا العلات ايضا بالأخ لاب وام وبالأخت لاب وام اذا صارت عصبة (السراجى فى الميراث-16-17

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

মোবাইলে নাপাকী লাগলে তা পবিত্র করার পদ্ধতি কী?

প্রশ্ন: ছোট বাচ্চা  মোবাইল এ পেশাব করে দিয়েছে,  এখন ঐ মোবাইল পবিত্র কিভাবে  করতে হবে?? বাটন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস