প্রশ্নঃ
জনাব,
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল¬াহ।
উত্তর জানতে চাই।
১। তোফাজ্জেল শেখ (বড়)
২। ওয়াদুদ শেখ (ছোচ)
দুই ভাই। কোন বোন নাই। বড় ভাই তোফাজ্জেল মৃত্যুকালে ৭ কন্যা ও ২ পুত্র রেখে মারা যান। পরে ছোট ভাই ওয়াদুদ শেখ মারা যান। ওয়াদুদের কোন সন্তানাদি নাই। একমাত্র স্ত্রী রেখে যান। তাহাদের সম্পত্তি ভাইপো এবং ভাইজীরা কে কতটুকু পাইবে?
প্রেরক- মোঃ ফারুক মুন্সী
বি. কে. মেইন রোড, খুলনা।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার উল্লেখিত প্রশ্নের আলোকে জানা যাচ্ছে যে, ছোট ভাইয়ের মৃত্যুকালে কয়েকজন আত্মীয়কে রেখে মারা গেছে। যথা-
১ জন স্ত্রী।
বড় ভাইয়ের ৭ কন্যা।
বড় ভাইয়ের ২ পুত্র।
যদি তাই হয়। এছাড়া আর মিরাস পাওয়ার যোগ্য আর কোন আত্মীয় যদি জীবিত না থাকে, মৃত ছোট ভাইয়ের পূর্ণ সম্পত্তি থেকে তার ঋণ ও অসীয়ত আদায়ের পর যত সম্পদ থাকবে, সেটিকে ৪ ভাগে ভাগ করা হবে। সেই ৪ ভাগ থেকে এক ভাগ পাবে স্ত্রী।
বাকি তিন ভাগ পাবে বড় ভাইয়ের ছেলে। মেয়ে কোন অংশ পাবে না।
কারণ, ভাতিজা হচ্ছে মিরাস শাস্ত্রের পরিভাষায় আসাবা। আর ভাতিজী হচ্ছে মিরাস শাস্ত্রের পরিভাষায় জায়িল আরহাম এর অন্তর্ভূক্ত।
আর আসাবা থাকা অবস্থায় জায়িল আরহাম ক্যাটাগরির কেউ মিরাস পায় না। সে কারণে ভাতিজা থাকা অবস্থায় ভাতিজীরা মিরাস পাবে না।
وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ۗ [٤:١٢
স্ত্রীদের জন্যে এক-চতুর্থাংশ হবে ঐ সম্পত্তির, যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্যে হবে ঐ সম্পত্তির আট ভাগের এক ভাগ, যা তোমরা ছেড়ে যাও ওছিয়্যতের পর, যা তোমরা কর এবং ঋণ পরিশোধের পর। {সূরা নিসা-১২}
فيبدأ باصحاب الفرائض وهم اللذين لهم سهام مقدرة فى كتاب الله تعالى، ثم بالعصبات من جهة النسب، والعصبة كل من ياخذ ما ابقته اصحاب الفرائض، وعند الانفراد يحرز جميع المال، ثم بالعصبة من جهة السبب، وهو مولى العتاقة، ثم عصبة على الترتيب، ثم الرد على ذوى الفروض النسبية بقدر حقوقهم، ثم ذوى الارحام (السرجى فى الميراث-5-6
وفىه ايضا- الاقرب فالاقرب يرجحون بقرب الدرجة اعنى اولهم بالميراث جزء الميت اى البنون ثم بنوهم وان سفلوا ثم اصله اى الأب، ثم الجد اى اب الأب وان على، ثم جزء ابيه اى الاخوة، ثم بنوهم ان سفلوا، ثم جزء جده اى الاعمام، ثم بنوهم وان سفلوا، ثم يرجحون بقوة القرابة (السراجى فى الميراث-32
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।