প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / গোসলের তিন ফরজের একটি আদায়ের পর বায়ু বের হয়ে গেলে এমতাবস্থায় গোসল পূর্ণ করলে গোসল হবে কি?

গোসলের তিন ফরজের একটি আদায়ের পর বায়ু বের হয়ে গেলে এমতাবস্থায় গোসল পূর্ণ করলে গোসল হবে কি?

প্রশ্ন

ফারুক মজুমদার

প্রশ্ন :ফরয গোসলের ৩ ফরযের যে কোনটি আদায় করার সময় যদি বায়ু বের হয়ে যায় আর ঐ অবস্হায় গোসল শেষ করে, তবে কি শরীর পাক হবে? নাকি বায়ু বের হয়ে যাওয়ার পর পুনরায় ফরয আদায় করে গোসল করতে হবে?

জবাব

بسم الله الرحمن الرحيم

গোসলের দ্বারা শরীর পাক হওয়ার ক্ষেত্রে বায়ু বের হওয়া ও না বের হওয়ার কোন সম্পর্কই নেই। এর দ্বারা গোসলের মাঝে কোন প্রভাব সৃষ্টি করবে না। গোসলের ফরজ আদায় করে গোসল আদায় করলে গোসল আদায় হবে যাবে। বায়ু বের হওয়ার দ্বারা মানুষ হুকুমের দিক থেকে নাপাক হয়, শারিরিক দিক থেকে নাপাক হয় না।

أن الغسل في الاصطلاح غسل البدن ، واسم البدن يقع على الظاهر والباطن إلا ما يتعذر إيصال الماء إليه أو يتعسر كما في البحر ، فصار كل من المضمضة والاستنشاق جزءا من مفهومه فلا توجد حقيقة الغسل الشرعية بدونهما ، ويدل عليه أنه في البدائع ذكر ركن الغسل وهو إسالة الماء على جميع ما يمكن إسالته عليه من البدن من غير حرج ، (رد المحتار، كتاب الطهارة، مطلب فى ابحاث الغسل-1/284

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *