প্রচ্ছদ / প্রশ্নোত্তর / চার রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব ৩য় রাকাতে ভুল করে বসে গিয়েছেন বসার সাথে সাথে তাকবির দেওয়ায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছেন এক্ষেত্রে কি সাহু সিজদাহ ওয়াজিব হবে?

চার রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব ৩য় রাকাতে ভুল করে বসে গিয়েছেন বসার সাথে সাথে তাকবির দেওয়ায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছেন এক্ষেত্রে কি সাহু সিজদাহ ওয়াজিব হবে?

প্রশ্ন

ফারুক মজুমদার

চার রাকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব ৩য় রাকাতে ভুল করে বসে গিয়েছেন। বসার সাথে সাথে তাকবির দেওয়ায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছেন। এক্ষেত্রে কি সাহু সিজদাহ ওয়াজিব হবে?

জবাব

بسم الله الرحمن الرحيم

   বসার সাথে সাথেই তাকবীর বলে উঠে গেলে সাহু সেজদা দিতে হবে না। তবে যদি তিনবার সুবহানাল্লাহ বলা পরিমান বসে থাকে তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে, এর কম হলে ওয়াজিব নয়।

وتأخير القيام للثالثة بزيادة قدر أداء ركن ولو ساكنا (طحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، باب سجود السهو-376

     তথ্যসূত্র

১-তাহতাবী আলা মারাকিল ফালাহ-৩৭৬

২-ফাতওয়া তাতারখানিয়া-১/৭২৪

৩- ফাতওয়া মাহমুদিয়া-১১/৪৮৭

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *