প্রচ্ছদ / প্রশ্নোত্তর / কেউ শেষ রাকাতে ইমাম সাহেবকে বসা অবস্থায় পেয়ে সে নামাজের নিয়ত করে বসা মাত্রই যদি ইমাম সাহেব সালাম ফিরায়; তবে এক্ষেএে কি আত্তাহিয়াতু পাঠ করে বাকি নামাজ আদায় করবে?

কেউ শেষ রাকাতে ইমাম সাহেবকে বসা অবস্থায় পেয়ে সে নামাজের নিয়ত করে বসা মাত্রই যদি ইমাম সাহেব সালাম ফিরায়; তবে এক্ষেএে কি আত্তাহিয়াতু পাঠ করে বাকি নামাজ আদায় করবে?

প্রশ্ন

ফারুক মজুমদার

কেউ শেষ রাকাতে ইমাম সাহেবকে বসা অবস্থায় পেয়ে, সে নামাজের নিয়ত করে বসা মাত্রই যদি ইমাম সাহেব সালাম ফিরায়; তবে এক্ষেএে কি আত্তাহিয়াতু পাঠ করে বাকি নামাজ আদায় করবে, নাকি আত্তাহিয়াতু পাঠ না করেই দাঁড়িয়ে গিয়ে বাকি নামাজ আদায় করবে?

জবাব

بسم الله الرحمن الرحيم

আত্তাহিয়্যাতু পাঠ করে বাকি নামায আদায় করবে।

ولو خاف أن تفوته الركعة الثالثة مع الإمام كما صرح به في الظهيرية ، وشمل بإطلاقه ما لو اقتدى به في أثناء التشهد الأول أو الأخير ، فحين قعد قام إمامه أو سلم ، ومقتضاه أنه يتم التشهد ثم يقوم ولم أره صريحا ، ثم رأيته في الذخيرة ناقلا عن أبي الليث : المختار عندي أنه يتم التشهد وإن لم يفعل أجزأه (رد المحتار، كتاب الصلاة، باب صفة الصلاة، مطلب فى اطالة الركوع للجائى-2/200

   তথ্যসূত্র

১- ফাতওয়া শামী-২/২০০

২-তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৫২

৩-আল বাহরুর রায়েক-১/৩২০

৪-ফাতওয়া মাহমুদিয়া-১০/৪০৮

 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *