প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / প্রবাসে কাজ করতে যাওয়া নারীদের সাথে দাসীদের মতো যৌনসম্পর্ক কি জায়েজ?

প্রবাসে কাজ করতে যাওয়া নারীদের সাথে দাসীদের মতো যৌনসম্পর্ক কি জায়েজ?

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

আমি জানতে চাই বর্তমানে কি গোলাম বাদির প্রথা জায়েজ আছে? অর্থাৎ বর্তমানে বাংলাদেশের মহিলারা সৌদি আরবে ঘৃহ কর্মি হিসাবে গিয়ে থাকে।

আর আমারা সংবাদ মাধ্যমে শুনছি ওখানে তাদের সাথে সহবাস করা হয় এটা কি জায়েজ না হারাম এবিষয়ে কোরআন হাদিসের দৃষ্টি ভঙ্গি কি?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

গোলাম বাদীর প্রথা রহিত হয়নি। তবে ইসলাম এ প্রথার প্রবর্তক যেমন নয়। তেমনি এটা চালু রাখার উৎসাহ প্রদান করে না।

শরয়ী গোলাম বাদী হবার অনেকগুলো শর্ত রয়েছে। যা আমাদের সাইটে প্রকাশিত এ লেখায় দেখে নিন:

বর্তমানে কাউকে দাসী হিসেবে রাখার সুযোগ আছে?

কারো এখানে কাজ করতে যাওয়া ব্যক্তি গোলাম বা বাদী নয়। তারা আযাদ ব্যক্তি। তারা কেবল শ্রমিক মাত্র। তাদের সাথে গোলাম বা বাদীর মতো আচরণ জায়েজ নেই। সম্পূর্ণ হারাম ও নাজায়েজ কাজ।

সুতরাং সৌদী বা যেকোন দেশে কাজ করতে যাওয়া ব্যক্তিদের সাথে গোলাম বা বাদীর মতো আচরণ করা সম্পূর্ণরূপে হারাম ও ঘৃণ্য গোনাহের কাজ।  

বাদীর মতো সহবাস করলে পরিস্কার যিনার গোনাহ হবে। তাদের সাথে পর্দা করাও আবশ্যক।

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قَالَ اللهُ ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِ أَجْرَهُ

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা ঘোষণা করেছেন যে, কিয়ামতের দিবসে আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবো। এক ব্যক্তি, যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করল। আরেক ব্যক্তি, যে কোন আযাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করল। আর এক ব্যক্তি, যে কোন মজুর নিয়োগ করে তার হতে পুরো কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না। (সহীহ বুখারী, হাদীস নং-২২২৭, আধুনিক প্রকাশনীঃ ২০৭০, ইসলামিক ফাউন্ডেশনঃ ২০৮৬]

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

হজ্জ অবস্থায় রক্ত দেয়ার হুকুম কী?

প্রশ্ন মাননীয় মুফতী সাহেব, হজ্জরত অবস্থায় রক্তদান করলে হুকুম কি? কোন জরিমানা আসবে কিনা? দলিল …