প্রশ্ন
sheikh shadi
আমার এলাকার একজন মানুষ যুবক বয়সে কাজের মেয়ের সাথে যৌন সম্পর্কের কারণে একটা ছেলে হয়েছে,, ছেলের বয়স এখন প্রায় ২৫-৩০,ছেলের চেহারার সাথে ওই লোকের চেহারার অনেক মিল রয়েছে,কিন্তু লোকটা ছেলেটাকে সীকৃতি দেয়নি,গ্রামের বেশীর ভাগ মানুষ জানে ব্যাপার টা,কিন্তু কেউ কিছু বলে না,আগে বলতো কিনা জানি না,আমি তখন ছোট ছিলাম,ওই লোকটা এখন একটা মসজিদ এ নামায পরায়,তার ব্যপারে কিছু বলুন,আমি এখন কি করতে পারি ?
জবাব
بسم الله الرحمن الرحيم
ইসলামী শরীয়তে কোন ব্যক্তি জিনাকারী হিসেবে সাব্যস্ত হয় দুটি পদ্ধতিতে। এক হল উক্ত ব্যক্তি নিজে তা স্বীকার করলে। দ্বিতীয়ত চারজন সৎ ব্যক্তি যদি তাকে নিজের চোখে জিনা করতে দেখার স্বাক্ষ্যি দেয় তাহলে।
এ দুই কারণ ছাড়া ইসলামী শরীয়তে কাউকে জিনাকারী বলা যায় না।
যদি জিনাকারীরূপে সাব্যস্ত হয় তাহলে উক্ত ব্যক্তি উক্ত গোনাহ থেকে তওবা না করলে তার পিছনে নামায পড়া মাকরূহে তাহরিমী হবে। আর যদি তওবা করে ভাল হয়ে যায়, তাহলে তার পিছনে নামায পড়তে কোন সমস্যা নেই।
فى تنوير الأبصار-ويثبت بشهادة أربعة في مجلس واحد بالزنا لا الوطء والجماع –––– ويثبت بإقراره أربعا في مجالسه الأربعة كلما أقر رده (رد المحتار-كتاب الحدود-4/7-9)
وكذا فى الفتاوى الهندية- كتاب الحدود، الباب الثانى فى الزنا-5-4- 6
وفيه ايضا- ( ويكره إمامة عبد وأعرابي وفاسق وأعمى
وفى رد المحتار ( قوله وفاسق ) من الفسق : وهو الخروج عن الاستقامة ، ولعل المراد به من يرتكب الكبائر كشارب الخمر ، والزاني وآكل الربا ونحو ذلك ، (رد المحتار- كتاب الصلاة، باب الإمامة-2/298-299)
وفى سنن ابن ماجه- عن أبي عبيدة بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه و سلم ( التائب من الذنب كمن لا ذنب له (سنن ابن ماجه، رقم الحديث-4250
তথ্যসূত্র
১-ফাতাওয়ায়ে শামী-৪/৭-৯, ২/২৯৮-২৯৯
২-ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৪-৬, ১/১৪১
৩-মিনহাতুল খালেক আলাল বাহরির রায়েক-১/৬১১
৪-ফাতহুল কাদীর-১/৩৬০
৫-মাজমাউল আনহুর-১/১৩৯
৬-আল জাওহারুন নায়্যিরাহ-১/১৫৯-১৬০
৭-আল বাহরুর রায়েক-১/৬১১
৮-বাদায়েউস সানায়ে-১/৩৮৬
৯-ফাতাওয়া নাওয়াজেল-৭৮
১০-আল হিদায়া-১/১২৪
১১-ফাতওয়া তাতারখানিয়া-২/২৫০
১২-হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর-১/২৪৩
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল- ahlehaqmedia2014@gmail.com