প্রচ্ছদ / প্রশ্নোত্তর / হজ্জ অবস্থায় রক্ত দেয়ার হুকুম কী?

হজ্জ অবস্থায় রক্ত দেয়ার হুকুম কী?

প্রশ্ন

মাননীয় মুফতী সাহেব,

হজ্জরত অবস্থায় রক্তদান করলে হুকুম কি? কোন জরিমানা আসবে কিনা?

দলিল সহ জানিয়ে বাধিত করবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

কোন রোগীর প্রয়োজনে রক্ত দেয়া জায়েজ আছে। কোন জরিমানা আবশ্যক হবে না।  

فى الدر المختار: لَا يَتَّقِي (خِتَانًا وَفَصْدًا وَحِجَامَةً وَقَلْعَ ضِرْسِهِ وَجَبْرَ كَسْرٍ وَحَكَّ رَأْسِهِ وَبَدَنِهِ)

وفى رد المحتار: (قَوْلُهُ وَحِجَامَةٍ) أَيْ بِلَا ‌إزَالَةِ ‌شَعْرٍ لُبَابٌ وَإِلَّا فَعَلَيْهِ دَمٌ كَمَا سَيَأْتِي (رد المحتار، زكريا-3/501، كرتاشى-2/491)

(والفصد) الإفتصاد (والحجامة) أى الاحتجام (بلا إزالة شعر) أى موضعيهما (ارشاد السارى، باب الإحرام، فصل فى مباحته، الإمدادية مكة المكرمة-173، غنية الناسك، باب الأحرام، فصل فى مباحت الإحرام، إدارة القرآن-92)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

তালাকের নিয়ত ছাড়া ‘তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই’ বললে কি তালাক হয়ে যায়?

প্রশ্ন আসসালামু আলাইকুম হুজুর। ১.ৱ স্ত্রীর সাথে অনেকবার কথা কাটাকাটি হয়েছে। আমি কয়েকবার কথা কাটাকাটির …