প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / গায়রে মাহরাম নিকটাত্মীয় বাড়িতে আসলে একা বাড়িতে থাকা মহিলার করণীয় কী?

গায়রে মাহরাম নিকটাত্মীয় বাড়িতে আসলে একা বাড়িতে থাকা মহিলার করণীয় কী?

প্রশ্ন

আমার বাড়িতে যদি আামার খালাত ভাই ও মামাত ভাই আসে এবং আমার বোনের বড় ছেলে আমার মামা অথবা দূরের কোন মেহমান আসে, তাহলে কি আমার স্ত্রী তাদের মেহমানদারী করবে নাকী পরদা করে বসে থাকবে? আর যদি মেহমানদারী করে কিভাবে করবে? কথা বলতে পারবে কি? বললে কি ভাবে বলবে শরিয়তের বিধান কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

পর্দার সাথেই মেহমানদারী করবে এবং প্রয়োজনীয় কথা বলবে। প্রয়োজনীয় কথা বলা পরপুরুষের সাথেও জায়েজ আছে। যদি খানা পৌঁছে দেবার মতো কেউ না থাকে, তাহলে খানা রেডি করে রুমে রেখে অন্য রুমে চলে যেতে পারে। কিংবা পর্দার ভিতর থেকে দরজার নিচ দিয়ে খানা পৌঁছাতে পারে। তবে মাহরাম পুরুষ ছাড়া এমন আত্মীয় বাড়িতে আসলে যদি ফেতনার সম্ভাবনা থাকে, তাহলে এমন অবস্থায় আপনার স্ত্রী একা থাকা অবস্থায় পরপুরুষের বাড়িতে অবস্থান করা জায়েজ হবে না।

وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ

আর তোমরা তাঁর (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাঁদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। {সূরা আহযাব-৫৩}

إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

তোমরা যদি আল্লাহকে ভয় পাও তবে আকর্ষণধর্মী ভঙ্গিতে কথা বলনা, যাতে যাদের মাঝে যৌনলিপ্সা আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। বরং তোমরা স্বাভাবিক কথা বল। এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে, জাহেলী যুগের মেয়েদের মত নিজেদের প্রকাশ করো না। {সূরা আহযাব-৩২}

عن ابن عمر قال : خطبنا عمر بالجابية الخ ألا لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان

হযরত ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-যখনই কোন পুরুষ পর নারীর সাথে নির্জনে দেখা করে তখনই শয়তান সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত হয়। {সুনানে তিরমিযী, হাদিস নং-২১৬৫, সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-৫৫৮৬}

فى الدر المختار: الخلوة بالأجنبية حرام إلا لملازمة مديونة هربت ودخلت خربة،

وفى رد المحتار: يجوز الكلام المباح مع إمرأة أجنبية (رد المحتار، زكريا-9/529-530، كرتاشى-6/368-369)

وتمنع المرأة الشابة من كشف الوجه بين الرجال لا لأنه عورة، بل لخوف الفتنة (رد المحتار، زكريا-2/79، كرتاشى-1/406)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *