প্রচ্ছদ / প্রশ্নোত্তর / সাক্ষীদের না জানা অবস্থায় ইংরেজী ভাষায় ইজাব কবুল করলে বিবাহ হবে কি?

সাক্ষীদের না জানা অবস্থায় ইংরেজী ভাষায় ইজাব কবুল করলে বিবাহ হবে কি?

প্রশ্ন

সম্মানিত মুফতি সাহেব,আল্লহ আপনার ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করুন।বিনয়ের সাথে একটি সমস্যার সমাধান জানতে চাচ্ছি।সমস্যাটা স্কুল পড়ুয়া দুজন ছাত্র ছাত্রীর….সেখানের পরিস্থিতি সম্পর্কে আপনি পূর্বেই অবগত আছেন। ঘটনাটি এই…. তাদের মধ্যে পূর্ব (অনৈসলামিক)সম্পর্কের ভিত্তিতে দুজনই গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।তারা পরস্পর নিকটাত্মীয়। পরে তাদের গ্রামের বাড়িতে দুইজন মহিলা এবং একজন লোকের সামনে ছেলেটি বলে i want to marry u. do u agree with me? তখন মেয়েটি বলে,yes i agree. যেই মহিলা এবং লোকদের সামনে তারা কথাগুলো বলেছিল, ১. তারা ইংরেজি কিছুই বুঝে না। ২. তারা একই কামরায় ছিলো কিন্তু অন্য কাজে ব্যস্ত ছিলো। তারা তাদের কথা গুলো শুনেছে কিন্তু অন্য কাজে ব্যস্ততার কারণে খেয়াল করে নি, তারা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে,কি বলেছে তার কিছুই তারা জানে না। ছেলেটি খুব চালাক ও বেয়াদব।সে মেয়েটিকে বুঝিয়েছিলো, তাদের বিয়ে হয়ে গেছে। তাই সে মেয়েটির সাথে………………। এখন তাদের সম্পর্ক ফেটে যাওয়ার অবস্থা। মেয়েটি সবার সামনে ঘটনাটি প্রকাশ করে দিয়েছে। ছেলেটি পুরো অস্বীকার করে বসেছে। মেয়েটি ‘ওই দিনের’ প্রমাণ দিচ্ছে। ছেলেটি অস্বীকার করছে। বলছে বিয়ে করি নি। একজন মুফতি সাহেব বলেছিলেন ‘স্বাক্ষী ব্যতিতও বিয়ে হয়ে যায়,যদি পরস্পর রাজি থাকে’..এই অবস্থায় কি বিয়েটি কি সঠিক ছিলো? উত্তরটি দ্রুত জানিয়ে আমাদের উপকার করবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

উপরোক্ত বিবরণের বিবাহ সম্পন্ন হয়নি। যেহেতু সাক্ষীগণ বিয়ে হচ্ছে বা বিয়ে সংক্রান্ত কোনকিছুই বুঝতে পারেনি।  

وشرط حضور شاهدين حرين، أو حر وحرتين، مكلفين سامعين قولهما معا على الأصح فاهمين، أنه نكاح على المذهب (رد المحتار، زكريا-4/87-92، كرتاشى-3/21-22)

ولا ينعقد نكاح المسلمين بصيغة المثنى (إلا بحضور شاهدين ‌حرين ‌بالغين عاقلين مسلمين) سامعين معاً قولهما فاهمين كلامهما على المذهب كما في البحر (اللباب في شرح الكتاب-3/3)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *