প্রশ্ন
সম্মানিত মুফতি ছায়েব দাঃবাঃ
আমার প্রশ্ন হল আমি ওলামায়ে কেরাম থেকে শুনেছি যে ব্যক্তি এক বার জীবনে মদ পান করবে সে বেক্তি যদি জান্নাতে যায়, তা হলে সে জান্নাতে শরাবের নহর পাবেনা।
এই কথাটা কতটুকু ছহি কুরআন হাদীস ইজমা কিয়াছ জানালে উপকৃত হতাম নাম মুহাঃ হারুনুর রশিদ বরপা রূপগঞ্জ, নারায়নগঞ্জ।
উত্তর
بسم الله الرحمن الرحيم
মদ পান করা খুবই মারাত্মক গোনাহের কাজ। এটি কবীরা গোনাহ। যা মানুষকে জাহান্নামী বানায়। জান্নাতী হতে বঞ্চিত করে।
তবে যদি সে তওবা করে, আর আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। তাহলে উক্ত ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আর জান্নাতে গেলে জান্নাতীদের জন্য বরাদ্দ করা সকল নিয়ামতই উক্ত ব্যক্তি ভোগ করবে। আলাদাভাবে শারাবান তহুরা থেকে বঞ্চিত হবে এমন কোন কথা কুরআন বা হাদীসে নেই। এটি একটি বানোয়াট কথা। তাই এটি বিশ্বাস করা জায়েজ নেই।
যেসব হাদীসে এসেছে যে, মদ পান করলে জান্নাতের শারাবান তহুরা থেকে বঞ্চিত হবে, এর অর্থ হলো, উক্ত ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যদি মদ পান করা থেকে তওবা না করে।
উপরোক্ত হাদীসেই পরবর্তীতে আসছে যে, তবে যদি তওবা করে, তাহলে শারাবান তহুরা পান করতে পারবে। এর মানে মদপান থেকে তওবাকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا، ثُمَّ لَمْ يَتُبْ مِنْهَا، حُرِمَهَا فِي الآخِرَةِ
আবদুল্লাহ বিন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যাক্তি দুনিয়াতে মদ পান করেছে এরপর সে তা থেকে তওবা করেনি, সে ব্যাক্তি আখিরাতে তা থেকে বঞ্চিত থাকবে। [সহীহ বুখারী, হাদীস নং-৫৫৭৫, ইফাবা-৫১৭৫]
عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا لَمْ يَشْرَبْهَا فِي الآخِرَةِ إِلاَّ أَنْ يَتُوبَ
ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করবে, আখিরাতে সে তা পান করতে পারবে না। কিন্তু যদি তাওবা করে, তাহলে পারবে। [সহীহ মুসলিম, হাদীস নং৫১১৯, ইফাবা-৫০৫৪]
عَنْ ابْنِ عُمَرَ قَالَ مَنْ شَرِبَ الْخَمْرَ فَلَمْ يَنْتَشِ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ مَا دَامَ فِي جَوْفِهِ أَوْ عُرُوقِهِ مِنْهَا شَيْءٌ وَإِنْ مَاتَ مَاتَ كَافِرًا وَإِنْ انْتَشَى لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً وَإِنْ مَاتَ فِيهَا مَاتَ كَافِرًا
ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি মদ পান করলো, অথচ নেশাগ্রস্থ হলো না, তার নামায কবূল হবে না, যতক্ষণ ঐ মদ তার পেটে অথবা শিরায় অবস্থান করবে। যদি ঐ ব্যক্তি সে অবস্থায় মারা যায়, তবে তার চল্লিশ দিনের নামায কবূল হবে না। যদি সে এ অবস্থায় মারা যায়, তবে সে কাফির অবস্থায় মারা যাবে। [সুনানে নাসায়ী, হাদীস নং-৫৬৬৮]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]