প্রশ্ন:
মুহতারাম , গৃামের মহিলারা মাছ কাটার সময় সাবধানতা অবলম্বন করে না, ফলে তাদের শরীরে ও কাপড়ে মাছের রক্ত লেগে থাকে । আমার প্রশ্ন হলো , মাছের রক্ত পাক নাকি নাপাক?
নিবেদক : মুহা: আব্দুল্লাহ
ঢাকা
উত্তর :
بسم الله الرحمن الرحيم
মাছের মধ্যে রক্তের মত লাল কালারের যে জিনিস দেখা যায় তা এক ধরনের তরল পদার্থ । রক্ত নয় ।
সুতরাং তা পাক।
جاء في الأصل 1/ 555 ( ط: الاجرار) باب الوضوء و الغسل من الجنابة ، قلت أرأيت دم السمك ماقولك فيه ؟ قال : ليس دم السمك بشيء ، و لا يفسد شيئا ، انتهى
والله اعلم باصواب
উত্তর লিখনে
মুহা. মুহাম্মাদুল্লাহ
শিক্ষার্থী : মা’হাদুত তালীম ওয়াল বুহুসীল ইসলামিয়া ঢাকা ।
সত্যায়নে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।
মেইল– ahlehaqmedia2014@gmail.com