প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / অযু করে মসজিদের যাবার পর দেখা যায় যে হাতের কিছু অংশ শুকনো এখন করণীয় কী?

অযু করে মসজিদের যাবার পর দেখা যায় যে হাতের কিছু অংশ শুকনো এখন করণীয় কী?

প্রশ্ন:

আমি অজু করে মসজিদে যাওয়ার পর দেখলাম , ডান হতে ও কিছু অংশ শুকনা রয়ে গেছে । আমার প্রশ্ন হলো , এমতাবস্থায় আমার করনীয় কি?

নিবেদক
আবু ত্বলহা

উত্তর :
بسم الله الرحمن الرحيم

প্রোশ্নোক্ত ক্ষেত্রে শুধুমাত্র শুকনা স্থানকে ধুয়ে নেয়াই যথেষ্ট হবে । নতুন করে ওজু করতে হবে না ।

جاء في الفتاوى البزازية ، 4/ 9 (ط.زكريا ) كتاب الطهارة : بقي على عضو لمعة فأمر بلة ذلك العضو عليها صح ، و لو عضو أخر كاليمنى على اليسرى أو على العكس لا بخلاف الجنابة ،

وفي فتح القدير ، 1/ 6 (ط. التهانوية ) فصل في الغسل  ويجوز نقل البلة في الغسل من عضو إلى عضو إذا كان يتقاطر بخلاف الوضوء ، انتهى

والله اعلم باصواب
উত্তর লিখনে
মুহা. মুহাম্মাদুল্লাহ
শিক্ষার্থী : মা’হাদুত তালীম ওয়াল বুহুসীল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …