প্রশ্ন:
আমি অজু করে মসজিদে যাওয়ার পর দেখলাম , ডান হতে ও কিছু অংশ শুকনা রয়ে গেছে । আমার প্রশ্ন হলো , এমতাবস্থায় আমার করনীয় কি?
নিবেদক
আবু ত্বলহা
উত্তর :
بسم الله الرحمن الرحيم
প্রোশ্নোক্ত ক্ষেত্রে শুধুমাত্র শুকনা স্থানকে ধুয়ে নেয়াই যথেষ্ট হবে । নতুন করে ওজু করতে হবে না ।
جاء في الفتاوى البزازية ، 4/ 9 (ط.زكريا ) كتاب الطهارة : بقي على عضو لمعة فأمر بلة ذلك العضو عليها صح ، و لو عضو أخر كاليمنى على اليسرى أو على العكس لا بخلاف الجنابة ،
وفي فتح القدير ، 1/ 6 (ط. التهانوية ) فصل في الغسل ويجوز نقل البلة في الغسل من عضو إلى عضو إذا كان يتقاطر بخلاف الوضوء ، انتهى
والله اعلم باصواب
উত্তর লিখনে
মুহা. মুহাম্মাদুল্লাহ
শিক্ষার্থী : মা’হাদুত তালীম ওয়াল বুহুসীল ইসলামিয়া ঢাকা ।
সত্যায়নে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।
মেইল– [email protected]