প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমার একটি মুদির দোকান আছে। সেখানে সয়াবিন তেলের একটি বড় পাত্র আছে। হঠাৎ একদিন ভোরে দোকানে এসে দেখি পাত্রের ভিতরে ইঁদুর পরে মরে গেছে। এখন আমার প্রশ্ন হল, উক্ত তেল পাক করার পদ্ধতি কী? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
প্রথমে পাত্র থেকে ইদুরটি বাহিরে ফেলে দিবে। তারপর পাত্রের সব তেল একটি বড় পাত্রে রাখবে। তারপর উক্ত পাত্রে সমপরিমাণ পবিত্র পানি ঢালবে। তারপর পাত্রটিকে খুব নাড়াচাড়া করবে। তারপর কিছুক্ষণ পাত্রটি রেখে দিবে, যাতে করে তেল উপরে চলে আসে, তারপর নিচ থেকে পানিকে কোনভাবে সরিয়ে ফেলবে। এভাবে তিনবার করলে উক্ত তেল পবিত্র হয়ে যাবে।
والسمن والدهن المتنجس يطهر بصب الماء عليه ورفعه عن ثلاثا
وفى حاشية الطحطاوى: أو يوضع في إناء مثقوب ثم يصب عليه الماء فيعلو الدهن ويحركه ثم يفتح الثقب إلى أن يذهب الماء وهذا إذا كان مائعا وأما إذا كان جامدا فيقور (حاشية الطحطاوى على مراقى الفلاح-160)
تَنَجَّسَ، الْعَسَلُ يَلْقَى فِي قِدْرٍ وَيُصَبُّ عَلَيْهِ الْمَاءُ وَيُغْلَى حَتَّى يَعُودَ إلَى مِقْدَارِهِ الْأَوَّلِ هَكَذَا ثَلَاثًا قَالُوا وَعَلَى هَذَا الدِّبْسُ (البحر الرائق، باب الأنجاس-1/411، زكريا، بزازية على هامش الهندية-4/19
وكذا فى الهندية-1/334)
وَيَطْهُرُ لَبَنٌ وَعَسَلٌ وَدِبْسٌ وَدُهْنٌ يُغْلَى ثَلَاثًا
(قَوْلُهُ: وَيَطْهُرُ لَبَنٌ وَعَسَلٌ إلَخْ) قَالَ فِي الدُّرَرِ: لَوْ تَنَجَّسَ الْعَسَلُ فَتَطْهِيرُهُ أَنْ يُصَبَّ فِيهِ مَاءٌ بِقَدْرِهِ فَيُغْلَى حَتَّى يَعُودَ إلَى مَكَانِهِ، وَالدُّهْنُ يُصَبُّ عَلَيْهِ الْمَاءُ فَيُغْلَى فَيَعْلُو الدُّهْنُ الْمَاءَ فَيُرْفَعُ بِشَيْءٍ هَكَذَا ثَلَاثَ مَرَّاتٍ اهـ وَهَذَا عِنْدَ أَبِي يُوسُفَ خِلَافًا لِمُحَمَّدٍ، وَهُوَ أَوْسَعُ وَعَلَيْهِ الْفَتْوَى (الدر المختار مع رد المحتار، كتاب الطهارة، باب الأنجاس-1/543
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামী ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।