প্রচ্ছদ / জুমআ ও ঈদের নামায / হিন্দুদের মন্দিরে ঈদের নামায পড়লে তা শুদ্ধ হবে কি?

হিন্দুদের মন্দিরে ঈদের নামায পড়লে তা শুদ্ধ হবে কি?

প্রশ্ন

From: মোঃহাবিবুর রহমান
বিষয়ঃ মন্দিরে ঈদের নামাজ পড়লেন মুসল্লিরা

প্রশ্নঃ
মন্দিরে ঈদের নামাজ পড়লেন মুসল্লিরা

ভারতে দক্ষিণ মুম্বাইয়ের কোলাবায় এক সম্প্রীতির দৃষ্টান্তই যেন স্থাপন করলেন সেখানকার হিন্দু-মুসলিমরা। মুসলমানরা এদিন ঈদের নামাজ আদায় করলেন গণপতি মন্দিরে। তাতে সহযোগিতা করলেন সেখানকারই হিন্দুরা।

সকাল ঠিক ৭টায় মন্দিরের পার্শ্ববর্তী মাদরাসা রাহমাতিয়া তালিমুল কোরআন মসজিদের বাইরে ঈদের জামাতের আয়োজন করা হয়। মসজিতে জায়গা হচ্ছিল না। পরে আগত মুসলমানরা নামাজ আদায় করেন গণপতি মন্দিরে।

মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১৩শ মুসল্লি এদিন মন্দিরের ভেতর ঈদের নামাজ আদায় করে। গত বছর ভারতের একটি মন্দিরে মুসল্লিরা ঈদের নামজ আদায় করে। যা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়।

সেবা সংঘের সদস্য সন্তোষ নায়েক বলেন, এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। চার বছর আগে রোজার ঈদেও এমন ঘটনা ঘটেছিল। তখন চলছিল গণেশ উৎসব। কাকতালীয়ভাবে রোজার ঈদ এসে যায় তখন। তখনও স্থান সঙ্কুলান না হওয়ায় গণপতি মন্দিরে ঈদের নামাজ আদায় করা হয়।

তিনি বলেন, আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই শান্তিতে বাস করছি। কোনো সমস্যা হচ্ছে না। এখানে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ নেই। তিনি বলেন, এখানে হিন্দুরা মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন।

সেখানের হিন্দু-মুসলমানরা কোনো রাজনৈতিক বিভাজন চায় না। শান্তিপূর্ণভাবে বাসবাস করতে চান তারা।

এখন আমার প্রশ্ন হল মন্দিরে ঈদের নামাজ হবে কি না? বা জায়েজ কি না।

উত্তর

بسم الله الرحمن الرحيم

নামাযের সময় যদি মূর্তি ঢেকে দেয়া হয়, তাহলে উক্ত মন্দিরে প্রয়োজনের খাতিরে নামায পড়া জায়েজ আছে।

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ

جُعِلَتْ لِيَ الْأَرْضُ كُلُّهَا مَسْجِدًا

আমার জন্য পুর্ণ জমিনকে মসজিদ বানিয়ে দেয়া হয়েছে। [সুনানে তিরমিজী, হাদীস নং-৩১৭, মুসনাদুল হুমায়দী, হাদীস নং-৯৭৫]

وَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «إِنَّا لاَ نَدْخُلُ كَنَائِسَكُمْ مِنْ أَجْلِ التَّمَاثِيلِ الَّتِي فِيهَا الصُّوَرُ» وَكَانَ ابْنُ عَبَّاسٍ: «يُصَلِّي فِي البِيعَةِ إِلَّا بِيعَةً فِيهَا تَمَاثِيلُ»

‘উমার (রাযি.) বলেছেন আমরা তোমাদের গির্জাসমূহে প্রবেশ করি না, কারণ তাতে মূর্তি রয়েছে। ইবনু ‘আববাস (রাযি.) গির্জায় সালাত আদায় করতেন। তবে যেখানে প্রতিমা ছিল সেখানে নয়। [সহীহ বুখারী-গির্যায় নামায পড়ার অধ্যায়]

فَإِنْ كَانَ فِيهَا تَمَاثِيلُ خَرَجَ فَصَلَّى فِي الْمَطَرِ

হযরত ইবনে উমর রাঃ যদি গির্যায় মূর্তি দেখতেন, তাহলে বের হয়ে যেতেন এবং বৃষ্টিতে হলেও নামায পড়তেন। [ফাতহুল বারী-১/৫৩২, নাম্বার-৪৩৪]

عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْأَرْضَ مَسْجِدٌ وَطَهُورٌ فَأَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلَاةُ فَتَيَمَّمْ وَصَلِّ»

হযরত আবূ যর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় জমিন নামাযের স্থান এবং পবিত্র। সুতরাং যে স্থানেই নামাযের সময় হয়, তা দিয়ে তায়াম্মুম কর এবং তাতে নামায পড়। [মুসতাখরাজে আবী আওয়ানা, হাদীস নং-১১৫৯]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …