প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / মোজার উপর মাসাহ শুরু করার একদিন একরাত শেষ হবার আগেই সফর করলে মাসাহের সময়সীমা বৃদ্ধি হবে কি?

মোজার উপর মাসাহ শুরু করার একদিন একরাত শেষ হবার আগেই সফর করলে মাসাহের সময়সীমা বৃদ্ধি হবে কি?

প্রশ্ন:

মুহতারাম আমি মুকীম ( স্থানীয় ) অবস্থায় মোজার উপর মাসাহ শুরু করেছি । একদিন একরাত শেষ হওয়ার আগেই সফর শুরু করি। আমার জানার বিষয় , এমতাবস্থায় কতদিন ঐ মোজার উপর মাসাহ করতে পারবো।

নিবেদক :
আব্দুর রাহীম
দোহার, ঢাকা ।

উত্তর 

بسم الله الرحمن الرحيم

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি তিন দিন তিনরাত পর্যন্ত ঐ মোজার উপর মাসাহ করতে পারবেন ।

جاء في بدائع الصنائع ، 1/ 8 (ط زكريا) : ولو توضأ ولبس خفيه وهو مقيم ثم سافر فإن سافر بعد استكمال المدة الإقامة لاتتحول مدة إلى مدة مسح السفر ، ….. وان  سافر قبل ان يستكمل مدة الإقامة فإن سافر قبل الحدث أو بعد الحدث قبل المسح تحولت مدته إلى مدة السفر ، وإن سافر بعد المسح فكذالك عندنا ،

وفي الهداية ، 1/ 60 من إبتدأ المسح وهو مقيم فسافر قبل تمام يوم و ليلة مسح ثلثة أيام ولياليها ، انتهى

والله اعلم بالصواب
উত্তর লিখনে :
মুহা.আবুল হাসান
ছাত্র : ইফতা বিভাগ
মা’হাদুত তা’লীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …