প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / সারাক্ষণ প্রস্রাব ঝড়ে এমন ব্যক্তির জন্য ইমামতী করার হুকুম কী?

সারাক্ষণ প্রস্রাব ঝড়ে এমন ব্যক্তির জন্য ইমামতী করার হুকুম কী?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, সারাক্ষণ প্রস্রাব ঝড়ে এমন ব্যক্তির জন্য ইমামতী করার হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الحيم

এমন ব্যক্তির জন্য সুস্থ্য ব্যক্তিদের ইমামতী করা জায়েজ নয়।

فإن المعذور صلاته ضرورية فلا يصح اقتداء غيره به “كالرعاف” الدائم وانفلات الريح (مراقى الفلاح، كتاب الصلاة، باب الإمامة-288-289)

وَلَا يُصَلِّي الطَّاهِرُ خَلْفَ مَنْ بِهِ سَلَسُ الْبَوْلِ (الفتاوى الهنيدة-1/84

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

আরও জানুন

নাপাক লুঙ্গি পরিধান করে ফরজ গোসল করলে শরীর ও লুঙ্গি পবিত্র হবে কি?

প্রশ্ন নাপাক কাপড়ে কি ফরজ গোসল করলে পাক হওয়া যায়? উত্তর بسم الله الرحمن الرحيم …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস