প্রচ্ছদ / প্রশ্নোত্তর / একজন কন্যা থাকলে জীবদ্দশায় তাকে পূর্ণ সম্পদ লিখে দিতে পারবে কি?

একজন কন্যা থাকলে জীবদ্দশায় তাকে পূর্ণ সম্পদ লিখে দিতে পারবে কি?

প্রশ্ন:

From: Anamul Hoque

Subject: মিরাস

Country :

Mobile :

Message Body:

আসসালামুআলাইকুম ।

শ্রদ্ধেয় মুফতি সাহেব,এক ব্যক্তি আমাকে বলল যে ,কোনো পিতার যদি শুধু ১টিকন্যা থাকে তবে তিনি নাকি তাঁর জীবদ্দশায় তার মেয়েকে সব সম্পত্তি লিখে দিতে পারবে? শরীয়তে নাকি এর কোনো নিষেধাজ্ঞা নেই??

এক্ষেত্রে কি পিতার মৃত্যুর পর মেয়েটিই লিখে দেওয়া সব সম্পত্তির মালিক থাকবে??

দয়া করে উত্তর জানালে কৃতজ্ঞ থাকব ।

জবাব

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

ব্যক্তির জন্য তার সমুদয় সম্পত্তি যে কারো নামে জীবদ্দশায় লিপিবদ্ধ করে দেয়ার অধিকার আছে, যদি কোন ন্যায্য ওয়ারিসের ক্ষতি করা উদ্দেশ্য না হয়। সে হিসেবে কন্যা সন্তানের জন্য মৃত্যুর পূর্বে সম্পত্তি লিখে দেয়া জায়েজ আছে। সেই সাথে এ সম্পত্তির মালিক কন্যাই থাকবে।

তবে যদি মৃত ব্যক্তি অন্য কোন ওয়ারিসকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার জন্য এমনটি করে থাকে, তবে জায়েজ হবে না মৃতের জন্য। এ কারণে মৃত ব্যক্তি গোনাহগার হবে। কিন্তু এতে করে কন্যা সন্তানের পূর্ণ সম্পত্তির মালিক হওয়ার মাঝে কোন প্রকার প্রভাব সৃষ্টি করবে না।

দলিল 

وفى الهندية- لا بأس به اذا لم يقصد به الاضرار وان قصد به الاضرار سوىبينهم وهو المختار- (الفتاوى الهندية ٤/٣۹۱

 وفى الردالمحتار- لو وهب رجل شيأ لأولاده فى الصحة واراد بفضيل البعض على البعضز………….عن ابى حنيفة لابأس به اذا كان التفضيل لزيادة فضل له فى الدين وان كان سواء يكره(ردالمحتار )١٢/٦٠٨

তথ্যসূত্র

১-ফাতওয়া আলমগীরী-৪/৩৯১

২-ফাতওয়া শামী-১২/৬০৮

৩-ফাতহুল বারী-৫২১৪

৪-ফাইজুল বারী-৩/৩৬৮

৫-আহসানুল ফাতওয়া ৭/২৫৬

৬-ফাতওয়া রহিমীয়া ৯/৩১৪

৭-ফাতওয়া মুফতী মাহমুদ ৯/২৪৮

৮-ইমদাদুল ফাতওয়া ৩/৪৭০

৯-কেফায়াতুল মুফতী ৭/১৮০

১০-ফাতওয়ায়ে মাহমুদিয়া ১৬/৪৯৬

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *