প্রশ্ন
শ্রদ্ধেয় মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল,
যাকাতের টাকা ঋণ হিসেবে কাউকে প্রদান করা যাবে? যেমন মাদরাসার মুহতামিম সাহেব মাদরাসার লিল্লাহ ফান্ডে জমা দেয়া যাকাতের টাকা, কাউকে প্রয়োজনে ঋণ হিসেবে প্রদান করতে পারবেন?
দয়া করে দ্রুত উত্তর জানালে কৃতজ্ঞ হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
না, পারবেন না। তবে যদি যাকাত প্রদানকারীর অনুমতি থাকে, তাহলে পারবেন।[ফাতাওয়া মাহমুদিয়া-১৪/১৭১]
ويتصل بهذا العالم إذا سأل للفقراء شيئا وخلط يضمن.
قلت: ومقتضاه أنه لو وجد العرف فلا ضمان لوجود الإذن حينئذ دلالة. والظاهر أنه لا بد من علم المالك بهذا العرف ليكون إذنا منه دلالة (رد المحتار، كتاب الزكاة، مطلب فى زكاة ثمن المبيع وفاء-3/188
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com