প্রচ্ছদ / চিকিৎসা/তদবীর / গোপন রোগের চিকিৎসা করার হুকুম কী?

গোপন রোগের চিকিৎসা করার হুকুম কী?

প্রশ্ন

একজন একটি গোপনীয় প্রশ্ন করেছে যে – সে হস্তমৈথুন করত এবং এর ফলে তার লিঙ্গ অনেক ছোট ও দূর্বল হয়ে গেছে , সে তার গুনাহের জন্য লজ্জিত আল্লাহর কাছে , এখন সে বিয়ে করতে ভয় পাচ্ছে যে তার স্ত্রীকে হয়ত সে খুশি করতে পারবেনা , তাই সে চাচ্ছে তার লিঙ্গকে বড় করা যায় কিনা, লিঙ্গকে বড় করার চেষ্টা করা কি তার জন্য জায়েজ হবে কিনা ? এবং এই অবস্থায় তার করনীয় কি সে খুবই হতাশ , তাকে বিস্তারিত পরামর্শ দিলে সে উপকৃত হয়।।

উত্তর

بسم الله الرحمن الرحيم

চিকিৎসা করাতে কোন নিষেধাজ্ঞা নেই। বাকি এভাবে গোনাহ করার কারণে আল্লাহর কাছে কায়মানোবাক্যে তওবা করা উচিত।

তার উচিত ভাল কোন চিকিৎসকের সাথে পরামর্শ করে চিকিৎসা নেয়া।

عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” عَلَيْكُمْ بِهَذَا العُودِ الهِنْدِيِّ، فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ: يُسْتَعَطُ بِهِ مِنَ العُذْرَةِ، وَيُلَدُّ بِهِ مِنْ ذَاتِ الجَنْبِ

وقال ابن حجر العسقلانى رح: وَقَدْ ذَكَرَ الْأَطِبَّاءُ مِنْ مَنَافِعِ الْقُسْطِ أَنَّهُ يُدِرُّ الطَّمْثَ وَالْبَوْلَ وَيَقْتُلُ دِيدَانَ الْأَمْعَاءِ وَيَدْفَعُ السُّمَّ وَحُمَّى الرِّبْعِ وَالْوِرْدِ وَيُسَخِّنُ الْمَعِدَةَ وَيُحَرِّكُ شَهْوَةَ الْجِمَاعِ وَيُذْهِبُ الْكَلَفَ طِلَاءً (فتح البارى، كتاب الطب، (قَوْلُهُ بَابُ السَّعُوطِ بِالْقُسْطِ الْهِنْدِيِّ وَالْبَحْرِيِّ-10/220-221، رقم الحديث-5692)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *