প্রচ্ছদ / প্রশ্নোত্তর / যে ব্যক্তির উপর হজ্ব ফরয নয়, সে হজ্ব করেওনি, এমন ব্যক্তি দিয়ে বদলী হজ্ব করালে তা শুদ্ধ হবে কী?

যে ব্যক্তির উপর হজ্ব ফরয নয়, সে হজ্ব করেওনি, এমন ব্যক্তি দিয়ে বদলী হজ্ব করালে তা শুদ্ধ হবে কী?

প্রশ্ন:

যে ব্যক্তির উপর হজ্ব ফরয নয়, সে হজ্ব করেওনি, এমন ব্যক্তি দিয়ে বদলী হজ্ব করালে তা শুদ্ধ হবে কী?

জবাব:

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, উক্ত ব্যক্তির দ্বারা বদলী হজ্ব করালে তা সহীহ হয়ে যাবে। তবে যে হজ্ব করেছে এমন ব্যক্তিকে দিয়ে বদলী হজ্ব করানো উত্তম।

দলিল:

 

فى البدائع الصنائع- وَسَوَاءٌ كان الْحَاجُّ قد حَجَّ عن نَفْسِهِ أو كان صَرُورَةً أَنَّهُ يَجُوزُ في الْحَالَيْنِ جميعا إلَّا أَنَّ الْأَفْضَلَ أَنْ يَكُونَ قد حَجَّ عن نَفْسِهِ(بدائع الصنائع-2/456)

وفى الهندية- وَالْأَفْضَلُ لِلْإِنْسَانِ إذَا أَرَادَ أَنْ يُحِجَّ رَجُلًا عن نَفْسِهِ أَنْ يُحِجَّ رَجُلًا قد حَجَّ عن نَفْسِهِ وَمَعَ هذا لو أَحَجَّ رَجُلًا لم يَحُجَّ عن نَفْسِهِ حَجَّةَ الْإِسْلَامِ يَجُوزُ عِنْدَنَا وَسَقَطَ الْحَجُّ عن الْآمِرِ (الفتاوى الهندية-1/257

 

প্রামান্য গ্রন্থাবলী:

১. বাদায়েউস সানায়ে’-২/৪৫৬

২. ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৫৭

৩. আল বাহরুর রায়েক-৩/১২২-১২৩

৪. ফাতওয়া খানিয়া আলা হামিশিল হিন্দিয়া-১/৩০৭

৫. ফাতওয়ায়ে শামী-৪/২১

৬. ফাতওয়ায়ে তাতারখানিয়া-২/৫৪৬

৭. ফাতওয়া আল ওয়াল ওয়ালিজিয়্যাহ-১/২৮৫

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *