প্রশ্ন:
সফরের দূরত্বে থাকা মহিলাদের উপর হজ্ব ফরয হবার জন্য মাহরাম পুরুষ থাকার শর্তটি হজ্ব ফরয হবার জন্য শর্ত নাকি সফরের জন্য শর্ত? শরয়ী সমাধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।
জবাব:
بسم الله الرحمن الرحيم
সফরের জন্য শর্ত। হজ্বের জন্য নয়। তাইতো সফরের দূরত্ব থেকে কম দূরত্বে থাকা মহিলাদের জন্য হজ্ব ফরয হতে মাহরাম থাকা জরুরী নয়। সে সকল মহিলা মাহরাম পুরুষ ছাড়াই একাকি হজ্ব করতে পারবে। তবে সফরের দূরত্ব (৮৮ কি.মি.) পরিমাণ দূরে যে সকল মহিলারা বসবাস করে যেমন বাংলাদেশী মহিলা, তাদের উপর হজ্ব আদায় করা ফরয হয়না মাহরাম না থাকলে, কিন্তু হজ্বের অন্যান্য শর্ত পাওয়া গেলে মূল হজ্ব তার উপর আবশ্যক হয়, কিন্তু আদায় করা ফরয হয়না।
দলিল:
فى الهندية- وَمِنْهَا الْمَحْرَمُ لِلْمَرْأَةِ شَابَّةً كانت أو عَجُوزًاإذَا كانت بَيْنَهَا وَبَيْنَ مَكَّةَ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ هَكَذَا في الْمُحِيطِ وَإِنْ كان أَقَلَّ من ذلك حَجَّتْ بِغَيْرِ مَحْرَمٍ كَذَا في الْبَدَائِعِ (الفتوى الهندية-2/218-219
প্রামান্য গ্রন্থাবলী:
১. ফাতওয়ায়ে আলমগীরী-১/২১৮-২১৯
২. বাদায়েউস সানায়ে-৩/৪৬৫
৩. আল বাহরুর রায়েক-২/৫৫২
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।