প্রশ্ন
নাম :- মোঃ রাব্বী
ঠিকানা :- যাত্রাবাড়ী, ঢাকা
প্রশ্ন :- আসসালামু আলাইকুম।
জনাব, আপনার কাছে তিনটা প্রশ্ন আছে।
মুসাফাহা করার সময় সবাইকে দেখি দুই হাত মিলায় আর হাত ছেড়ে হাত বুকে লাগায়। এটাই কি সঠিক নিয়ম??
দয়া করে শরীয়ত অনুসারে উত্তর দিলে খুবই উপকৃত হব।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুসাফাহা দুই হাতে করাই সুন্নত। এক হাতে নয়।এক হাতে মুসাফাহা হয় না, বরং ইংরেজদের মত হ্যান্ডশেক হয়।
ইমাম বুখারী রহঃ স্বীয় সহীহ বুখারীর ২ নং খন্ডের ৯২৬ নং পৃষ্ঠায় “বাবুল মুসাফাহা”নামে পরিচ্ছেদ স্থাপন করেছেন। যাতে তিনি আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ থেকে তালীকান এ বর্ণনা এনেছেন যে, علمنى النبى صلى الله عليه وسلم التشهد وكفى بين كفيه، অর্থাৎ “হুজুর সাঃ আমাকে তাশাহুদ শিখালেন, এমতাবস্থায় যে, আমার হাত রাসূল সাঃ এর উভয় হাতের মাঝে ছিল”।
ইমাম বুখারী রহঃ এর পর “বাবুল আখজ বিল ইয়াদাইন”তথা “উভয় হাত ধরা”নামে বাব স্থাপন করেছেন। আর তাতে হাম্মাদ বিন জায়েদ রহঃ এবং আব্দুল্লাহ বিন মুবারক রহঃ এর মুসাফাহার উল্লেখ করেছেন যে, তারা উভয় হাতে মুসাফাহা করেছেন।
তারপর উভয় হাতের মুসাফাহার দলীল হিসেবে উপরোক্ত বর্ণনাটি আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ থেকে পূর্ণ সনদসহ এনেছেন যে, আমার হাত রাসূল সাঃ এর উভয় হাতের মাঝামাঝি ছিল। {সহীহ বুখারী-২/৯২৬, হাদীস নং-৫৯১০, সহীহ মুসলিম-১/১৭৩, সুনানে নাসায়ী-১/১৭৫}
বিজ্ঞ আলেমগণ ভালভাবেই জানেন যে, ইমাম বুখারী রহঃ এর এ বাবের দ্বারা উদ্দেশ্য এটাই যে, রাসূল সাঃ ও উভয় হাতেই মুসাফাহা করতেন। আর পরবর্তীতেও এ আমলই জারী ছিল।
ইমাম বুখারী রহঃ তার তারীখের কিতাবে বলেন-
حدثنى اصحابنا يحيى وغيره عن اسماعيل بن ابراهيم قال رأيت حماد بن زيد وجاء ابن المبارك بمكة فصافه بكلتا يديه، (حاشية —–بخارى
অর্থাৎ ইসমাঈল বিন ইবরাহীম রহঃ বলেন-আমি হাম্মাদ বিন জায়েদ রহঃ কে দেখেছি যে, তার কাছে আব্দুল্লাহ বিন মুবারক রহঃ মক্কা মুকার্রমায় এসেছেন, তখন তিনি উভয় হাতে মুসাফাহা করেছেন। {হাশিয়ায়ে সহীহ বুখারী-২/৯২৬}
মুসাফাহা করার পর হাত বুকে মিলানোর কোন প্রমাণ নেই। এটি ভুল আমল।এটি সুন্নত মনে করলে করলে বিদআত হবে।
মুসাফাহা বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে পড়ুন “মুসাফাহা কয় হাতে করবে? এক হাতে না দুই হাতে?
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-ইমাম আবূ হানীফা ইসলামী রিসার্চ সেন্টার পিরোজপুর।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com