তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের ১৪৪১/৪২ হিজরী মোতাবিক ২০২০/২১ ঈসাব্দ শিক্ষাবর্ষের “আততাখাসসুস ফিল ফিক্বহ ওয়াল ফাতওয়া” তথা ইফতা বিভাগে ভর্তি সংক্রান্ত তথ্যাবলী নিচে প্রদত্ব হলঃ
ইফতা বিভাগে ভর্তির যোগ্যতাঃ
কওমী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস জামাতের বার্ষিক পরীক্ষায় কমপক্ষে জায়্যিদ জিদ্দান তথা প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। সেই সাথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ভর্তি শুরু
৬ই শাওয়াল ১৪৪১ হিজরী।
তবে বিগত বছর অন্যান্য তাখাসসুসে অধ্যয়ন করা ছাত্ররা এবং হাইয়াতুল উলয়া কর্তৃক অনুষ্ঠেয় দাওরায়ে হাদীস পরীক্ষার ফল প্রকাশের পর রমজানেই ভর্তি হতে পারবে।
মৌখিক পরীক্ষার বিষয়ঃ
বুখারী ১ম খণ্ড, তিরমিজী ১ম খণ্ড, হেদায়া ১ম খণ্ড এবং নূরুল আনোয়ারের কিতাবুল্লাহ।
ভর্তি ফরমঃ ২০০/= [২ শত টাকা]
ভর্তি ফিঃ ৪,০০০/= [৪ হাজার টাকা]
মাসিক প্রদেয়ঃ ৪,০০০/= [৪ হাজার টাকা]
মাদানী নিসাবে ভর্তি সংক্রান্ত
রমজান মাসেই ভর্তি হওয়া যাবে।
ভর্তি ফরমঃ ২০০/= [২শত টাকা]
ভর্তি ফিঃ ৪,০০০/= [৪হাজার টাকা]
মাসিক প্রদেয়ঃ ৪,০০০/= [৪ হাজার টাকা]
নৈশ বিভাগে ভর্তি সংক্রান্ত
রমজান থেকেই ভর্তি হওয়া যাবে।
নৈশ বিভাগের ভর্তি ফরমঃ ২০০/=
ভর্তি ফি- ২,০০০/=
মাসিক প্রদেয়ঃ ২,০০০/=
যোগাযোগ
পরিচালক
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
১৫০/সি পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড ঢাকা-১২১৯।
(রামপুরা পাওয়ার হাউজে বাম দিকের সাত তলা বিল্ডিংয়ের ষষ্ঠ তলা, ১২ নং ফ্ল্যাট)