প্রচ্ছদ / বিভাগসমূহ / ১৪৪১/৪২ হিজরী মোতাবিক ২০২০/২১ ঈসাব্দ শিক্ষাবর্ষে ‘মাদানী নিসাব’ বিভাগ চালু হচ্ছে!

১৪৪১/৪২ হিজরী মোতাবিক ২০২০/২১ ঈসাব্দ শিক্ষাবর্ষে ‘মাদানী নিসাব’ বিভাগ চালু হচ্ছে!

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!

রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে আনন্দের সাথে জানাচ্ছি যে, তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার আগামী ১৪৪১/৪২ হিজরী মোতাবিক ২০২০/২১ ঈসাব্দ শিক্ষাবর্ষে ‘ইফতা বিভাগ’‘নৈশ মাদরাসা’ বিভাগের পাশাপাশি নতুন বিভাগ ‘মাদানী নিসাব’ এর প্রথম বর্ষ চালু হচ্ছে।

সুযোগ্য দক্ষ উস্তাদগণের চব্বিশ ঘন্টার নেগরানীতে সদ্য হাফেজ ও প্রাথমিক বর্ষের ছাত্রদের আরবীতে দক্ষ হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ প্রয়াস  চালানো হবে ইনশাআল্লাহ।

অতএব আগ্রহী অভিভাবক ও ছাত্রদের প্রতি আমাদের আহবান!

আপনাদের সন্তানদের আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করে সুদক্ষ আল্লাহওয়ালা আলেম তৈরীতে সহযোগিতা করবেন।

যোগাযোগ

পরিচালক

মুফতী লুৎফুর রহমান ফরায়েজী

তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

১৫০/সি পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড ঢাকা-১২১৯।

(রামপুরা পাওয়ার হাউজে বাম দিকের সাত তলা বিল্ডিংয়ের ষষ্ঠ তলা, ১২ নং ফ্ল্যাট)

ভর্তি সংক্রান্ত তথ্য জানতে

মুফতী আজীজুর রহমান হাসান ফরায়েজী– ০১৯৫৫৩২৭১০৪

মুফতী আহসানুল ইসলাম -০১৯৯১৯৯৯৪৭৯

আরও জানুন

ভর্তি সংক্রান্ত

তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের ১৪৪১/৪২ হিজরী মোতাবিক ২০২০/২১ ঈসাব্দ শিক্ষাবর্ষের “আততাখাসসুস ফিল ফিক্বহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *