জিজ্ঞাসা
১. যে মসজিদের জায়গা সরকারি রেজিস্ট্রি করে ওয়াকফ করা হয়নি, সে মসজিদে জুমু’আর নামায পড়লে আদায় হবে কি না।
মসজিদের জায়গা সরকারিভাবে রেজিস্ট্রি করা কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত?
২. মসজিদের নাম “বাইতুল আমীর আলিফ জামে মসজিদ” রাখা যাবে কি না?
সমাধান :
১. শরয়ী মসজিদ হওয়ার জন্য সরকারিভাবে রেজিস্ট্রি জরুরি নয়, বিধায় সেখানে জুমু’আসহ যেকোনো নামায আদায় করা যাবে। মসজিদের জায়গা রেজিস্ট্রি করা ফরজ, ওয়াজিব, সুন্নাত কিছুই না। শুধু মৌখিক ওয়াকফ করাই যথেষ্ট। তবে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন না হওয়ার জন্য রেজিস্ট্রি করে নেয়াই উচিত। (রাদ্দুল মুহতার ৪/৩৩৮, আল বাহরুর রায়েক ৫/৩২৮, ফাতাওয়ায়ে মাহমূদিয়া ৬/১৫৭)
২. মসজিদের এ ধরনের নাম রাখার মধ্যে শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি নেই। (বোখারী ১/৫৯, উমদাতুল কারী ৪/১৫৯, ফাতাওয়ায়ে রহীমিয়া ৬/৯১)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
ফাতওয়া বিভাগ- ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা।