প্রশ্ন
আমার শাশুড়ি চার সন্তানের জননী। তার ছোট পুত্র আমার স্বামী। আমরা দুজন মিলে আমার শাশুড়িকে কোথাও নিয়ে ওষুধ পান করিয়ে অজ্ঞান করি। তারপর আমার স্বামী টিপ সইয়ের মাধ্যমে আংশিক কিছু সম্পত্তি লিখে নেন এবং বিক্রি করেন।
উল্লেখ্য, আমি আমার স্বামীর নির্দেশে তাঁর সাথে এ কাজ করতে বাধ্য হই। আর আমার শাশুড়ি ও এখন বেঁচে নেই। তাই এমতাবস্থায় আমার ও আমার স্বামীর তাওবার জন্য কী করণীয়?
সমাধান :
আপনার ও আপনার স্বামীর জন্য করণীয় হলো, অন্য ওয়ারিশদের সম্পদ বা তৎমূল্য ফিরিয়ে দেওয়া এবং তাওবা ও ইসতিগফারের মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। (রদ্দুল মুহতার ৪/২৮৩, তফসীরে বায়যাবী ২/৫০৬, কিফায়াতুল মুফতী ১২/৫৭৩)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
ফাতওয়া বিভাগ- ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা।