প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / ঈদগাহের মাঠে খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠান করার বিধান কী?

ঈদগাহের মাঠে খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠান করার বিধান কী?

জিজ্ঞাসা :

ঈদগাহের জন্য ওয়াকফকৃত জমিতে খেলাধুলা করা বা সামাজিক কোনো আচার-অনুষ্ঠান কায়েম করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কতটুকু সংগতিপূর্ণ?

সমাধান :

ঈদগাহের জন্য ওয়াকফকৃত জমিতে দুই ঈদের নামায ও দ্বীনি কাজকর্ম ব্যতীত অন্য কোনো কাজ

যেমন খেলাধুলা, সামাজিক আচার-অনুষ্ঠান আয়োজন করা জায়েয নেই। সুতরাং ঈদগাহকে খেলাধুলা এবং সামাজিক কর্মকা- থেকে মুক্ত রাখা আবশ্যক। (রাদ্দুল মুহতার ১/৩৫৭, আল বাহরুর রায়েক ৫ /৪১৭ , ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৪/১২২)

والله اعلم بالصواب
উত্তর লিখনে

ফাতওয়া বিভাগ- ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা।

0Shares

আরও জানুন

হাফেজদের জন্য জান্নাতে ‘মারজান’ নামক লেকের পারে একটি সোসাইটি দেয়া হবে?

প্রশ্ন বাংলাদেশের এক প্রসিদ্ধ বক্তা তার এক বয়ানে বলেন: “যেই ছেলেটা হাফেজ হলো। হাদীসে আছে। …