আজ ১২ ই সেপ্টেম্বর ২০১৫ ঈসাব্দ রোজ শনিবার এক সৌভাগ্য তারকা উদিত হয়েছে তালীমুল ইসলাম ইনষ্টিটিউট ও আহলে হক মিডিয়ার স্বপ্নাকাশে।
আজ বিকাল আড়াইটার দিকে আগমণ করেন আওলাদে রাসূল সাইয়্যেদ আস’আদ মাদানী রহঃ এর সুযোগ্য ছোট ছেলে সাইয়্যেদ মুহাম্মদ মাদানী মাদ্দা জিল্লুহুল আযীজ।
আমাদের প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু মহান করূণাময় স্রষ্টার দরবারে হাজারো শুকরিয়া তিনি তার প্রিয় নবীজীর বংশধর এক পূণ্যবান বান্দাকে অধমদের ছোট্ট প্রতিষ্ঠানে পদধুলি দিয়ে আমাদের ধন্য করেছেন।
হযরতের সাথে আরো আগমণ করেন প্রখ্যাত হাদীস বিশারদ ও ফিদায়ে মিল্লাত সাইয়্যেদ আস’আদ মাদানী রহঃ এর সুযোগ্য খলীফা আল্লামা আব্দুল মতীন দা.বা., জামিয়া আহলিয়া বনশ্রীর মুহাদ্দিস মাওলানা আস’আদ দা.বা., জামিয়াতুল আস’আদ আলইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী হাফীজুদ্দীন, সিলেটের ইকরা বাংলাদেশের পরিচালক সাইয়্যেদ আস’আদ মাদানী রহঃ এর খলীফা মাওলানা রশীদ আহমাদ, নরসিংদীর প্রখ্যাত মুফাসসরে কুরআন মাওলানা আব্দুর রহমান ফরায়েজীসহ আরো অনেক উলামায়ে কেরাম প্রমুখ।
সাইয়্যেদ মুহাম্মদ মাদানী দা.বা. এর কাছে আমরা তুলে ধরলাম আমাদের কার্যক্রম। হযরত খুবই খুশী হলেন। দুআ করলেন যেন তা সুন্দর কার্যকরীভাবে পরিচালিত হয়। সেই সাথে আল্লাহ তাআলা তা কবুলিয়্যাতের মর্যাদায় আসীন করেন।
কিছু নসীহত করে সংক্ষিপ্ত দুআ করে হযরত যখন চলে যাচ্ছিলেন মনের অজান্তে তখন আমাদের দু’চোখ বেয়ে আনন্দাশ্রু ঝরে পড়ছিল।
আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তাইয়্যিবাহ দান করুন। তালীমুল ইসলাম ইনষ্টিটিউট ও আহলে হক মিডিয়াকে হক ও হক্কানিয়্যতের প্রতিচ্ছবি হিসেবে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। এ প্রতিষ্ঠানের সকল প্রয়োজনকে তার কুদরতী খাজানা থেকে পূর্ণ করে দিন। আমীন। ছুম্মা আমীন।
Ameen
আমিন!
আমীন