প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / “তালাক দিব” বলার দ্বারা কি কোন তালাক পতিত হয়?

“তালাক দিব” বলার দ্বারা কি কোন তালাক পতিত হয়?

প্রশ্ন

ভাই আমার একটা প্রস্নের জবাব চাই। এক লোক তার বাবার সাথে ঝগড়া করে মাকে ফোন করে বলে সে তার বউকে তালাক দিবে। তার মা আর বউ থাকে গ্রামে। এখানে ফোন করে মাকে শুধু এক বারই বলে সে তার বউকে তালাক দিবে। এখানে দিবে বলছে। তাও একবার। এতে কি তালাক হয়ে যায়? জানালে খুব ভাল হয়।

প্রশ্নকর্তা-মুহাম্মদ রহমাত।

উত্তর

بسم الله الرحمن الرحيم

কথা যদি তাই হয়, যা উপরে বর্ণনা করা হয়েছে। তাহলে একথার দ্বারা কোন তালাক পতিত হয়নি। “তালাক দিব” হাজার বলার দ্বারাও কোন তালাক পতিত হয় না। এটি কেবলি একটি ওয়াদা হয়। এর দ্বারা তালাক হয় না।

তাই উক্ত ব্যক্তি যদি শুধু তালাক দিবে বলে থাকে, তাহলে কোন তালাকই পতিত হয়নি।

صيغة المضارع لا يقع بها الطلاق الا اذا غلب فى الحال كما صرح به الكمال بن الهمام (الفتاوى الحامدية، كتاب الطلاق-38، رشيدة)

وفى الدر المختار، بخلاف قوله طلقى نفسك فقالت أنا طالق، أو أنا اطلق نفسى، لم يقع لأنه وعد، (رد المحتار، كتاب الطلاق، باب تفويض الطلاق-3/319

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *