প্রচ্ছদ / তাবলীগ জামাত / “যে ব্যক্তি শুধু কল্যানের কথা শিক্ষা করার জন্য অথবা শিক্ষা দানের জন্য মসজিদে যায় তার সওয়াব ঐ হাজীর ন্যায় যার হজ্জ্ব কামেল/কবুল হইয়াছে” একথাটির প্রমাণ কি?

“যে ব্যক্তি শুধু কল্যানের কথা শিক্ষা করার জন্য অথবা শিক্ষা দানের জন্য মসজিদে যায় তার সওয়াব ঐ হাজীর ন্যায় যার হজ্জ্ব কামেল/কবুল হইয়াছে” একথাটির প্রমাণ কি?

প্রশ্ন

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

তাবলীগ জামাতী ভাইদের নীচের কথা কি দলিল ভিত্তিক? নাকি মনগড়া জানালে খ্বুই উপকৃত হব। উত্তর যথা সম্ভব দ্রুত দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-

যে ব্যক্তি শুধু কল্যানের কথা শিক্ষা করার জন্য অথবা শিক্ষা দানের জন্য মসজিদে যায় তার সওয়াব ঐ হাজীর ন্যায় যার হজ্জ্ব কামেল/কবুল হইয়াছে।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ قَالَ: «مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا أَنْ يَتَعَلَّمَ خَيْرًا أَوْ يَعْلَمَهُ، كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ تَامًّا حِجَّتُهُ»

হযরত উমামা রাঃ হতে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুধু কল্যাণের কথা শিক্ষা করার জন্য অথবা শিক্ষা দানের জন্য মসজিদে যায়, তার সওয়াব সেই হাজীর ন্যায় হয় যার হজ্ব কামেল হয়েছে।

আলমুজামুল কাবীর লিতববারানী, হাদীস নং-৭৪৭৩।

মুসনাদুশ শামীন, হাদীস নং-৪২৩।

কানযুল উম্মাল, হাদীস নং-৩৫৪১।

মাযমাউজ যাওয়ায়েদ, হাদীস নং-৪৯৯।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *