প্রচ্ছদ / ইদ্দত / ভাড়া বাসায় স্বামী মারা গেলে স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে?

ভাড়া বাসায় স্বামী মারা গেলে স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে?

প্রশ্ন

এক ব্যক্তির দুই স্ত্রী। এক স্ত্রী তার গ্রামের বাড়ি থাকে, আরেক স্ত্রী ঢাকা ভাড়া বাসায় থাকে। এখন উক্ত ব্যক্তি মারা গেছে।

জানার বিষয় হলো: যেহেতু স্বামী বাসার ভাড়া দিতো, এখন স্বামী মারা যাওয়ায় উক্ত বাসার ভাড়া দেয়া স্ত্রীর পক্ষে কঠিন। সুতরাং ঢাকায় ভাড়া বাসায় থাকা স্ত্রী ইদ্দত কোথায় পালন করবে? ভাড়া বাসায় নাকি গ্রামের বাড়িতে? দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

মূলত যে বাসায় ভাড়া থাকতো সেখানেই ইদ্দত পূর্ণ করা দায়িত্ব।

কিন্তু ভাড়া দিতে সক্ষম না হয়, কোন মাহরাম পুরুষ প্রয়োজনীয় কাজ করার মতো না থাকে, কিংবা অন্য কোন শরয়ী সমস্যা থাকে, তাহলে নিকটবর্তী কোন আত্মীয় এর বাড়িতে ইদ্দত পালন করতে পারবে। অথবা গ্রামের বাড়িতেও ইদ্দত পালন করতে পারবে।

  وتعتدان أى معتدة طلاق وموت فى بيت وجبت فيه ولا يخرجان منه، إلا أن تخرج أو ينهدم المنزل أو تخاف انهدامه أو تلف مالها أو لا تلف مالها أو لا تجد كراء البيت ونحو ذلك من الضرورات فتخرج للأقرب موضع إليه (الدر المختار مع رد المحتار، زكريا-5/225، كرتاشى-3/536، ملتقى الأبهر، دار الكتب العلمية بيروت-2/154)

وإن كانت فى منزل مخوف على نفسها أو مالها وليس معها رجل كانت فى سعة من الرحلة لأن المقام مع الخوف لا يمكن وفى المقام ضرر عليها فى نفسها ومالها وذلك عذر فى اسقاط حق الشرع (المبسوط للسرخسى، دار الكتب العلمية بيروت-6/34)

وتعتد المعتدة فى منزل يضاف إليهما وقت الفراق أو الموت إلا أن تخرج جبرا أو خافت على مالها أو انهدام المنزل (ملتقى الأبهر، دار الكتب العلمية بيروت-2/154)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *