প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / আমানতের টাকায় মালিকের অনুমতি ছাড়া ব্যবসা করে লাভ করলে লাভের টাকা কে পাবে?

আমানতের টাকায় মালিকের অনুমতি ছাড়া ব্যবসা করে লাভ করলে লাভের টাকা কে পাবে?

প্রশ্ন

কারো কাছে এক লাখ টাকা আমানত রাখা হলো। কিন্তু আমানতের টাকা দিয়ে আমানত গ্রহণকারী ব্যবসা করে লাভবান হয়েছে।

এখন আমার জানার বিষয় হলো: উক্ত ব্যবসার লাভের অংশ কে পাবে? আমানত রাখা ব্যক্তি তথা মূল মালিক নাকি আমানত গ্রহণকারী অনুমতি ছাড়া ব্যবসাকারী ব্যক্তি? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আমানতের বস্তুতে অনুমতি ছাড়া কোন প্রকার হস্তক্ষেপ করা, টাকায় ব্যবসায় ব্যবসায় লাগানো কোনটাই জায়েজ নয়। আমানতের টাকা নিজের কাজে ব্যবহার করার দ্বারা এটি আর আমানত হিসেবে বাকি থাকে না, বরং এটি ঋণে পরিণত হয়। তাই এর লাভ লোকসানের সাথে মূল আমানতকারীর কোন সম্পর্ক থাকে না। বরং তাকে মূলধন ফিরিয়ে দেয়া আবশ্যক।  

সুতরাং আমানত গ্রহণকারী অনুমতি ছাড়া ব্যবসা করে যে লাভ করেছে এটি তার নিজের হবে। মূল মালিক লাভের কিছুই পাবে না। বাকি অনুমতি ছাড়া আমানতের মাল ব্যবসায় ব্যবহার করায় আমানত গ্রহণকারী ব্যক্তি গোনাহগার হবে।

  لا يجوز التصرف فى مال غيره بلا إذنه ولا ولايته (الدر المختار مع رد المحتار، زكريا-9/921) والوديعة لا تودع ولا تعاد ولا تواجر ولا ترهن وإن فعل شيئا منها ضمن (الفتاوى الهندية، زكريا-4/338، البحر الرائق، بيروت-7/467)

حق الأمانة أن تؤدى إلى أهلها، فالخيانة مخالفة لها (مرقاة المفاتيح، مكتبة اشرفية ديوبند-1/126) وأجمعوا على أن الأمانات مردودة إلى أربابها الأبرار منهم والفجار (تفسير القرطبى-5/256)

وإن أنفق المودع بعضها، فهلك الباقى فضمن قدر ما أنفق فقط (الدر المنتقى، قديم-2/342، جديد دار الكتب العلمية بيروت-3/473، حاشية چلبى على تبيين الحقائق، زكريا-6/22، ملتان-5/78، تاتارخانية-16/56، رقم-24176)  

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *