প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / জ্বীন জাতির পিছনে নামায পড়লে শুদ্ধ হবে কি?

জ্বীন জাতির পিছনে নামায পড়লে শুদ্ধ হবে কি?

প্রশ্ন

মুহাম্মদ ফরিদ সৌদি আরব,পবিত্র মক্কা জ্বীন জাতীর পিছেন সালাত পড়লে কি সহীহ হবে? নাকি বাতিল বলে গন্য হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

জ্বীন যদি মুসলমান হয় এবং তার কিরাত শুদ্ধ হয় এবং দৃশ্যমান হয় তথা মানুষের আকৃতিতে থাকে, সেইসাথে নামাযের সকল শর্ত তার মাঝে বিদ্যমান থাকে, তাহলে এমন জ্বিনের ইমামতীতে নামায পড়া জায়েজ আছে। কারণ, জ্বীন জাতির উপরও মানুষের মতোই নামায ফরজ। তারা মানুষের মতোই শরীয়তের বিধিবিধান মান্য করতে আদিষ্ট।  

 

اتفق العلماء على أن الجن مكلفون مخاطبون لقوله تعالى: {وما خلقت الجن والإنس إلا ليعبدون} وقوله تعالى: {قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا} وقوله تعالى: {يا معشر الجن والإنس إن استطعتم. . .} إلى قوله تعالى {فبأي آلاء ربكما تكذبان} إلى غير ذلك من الآيات الدالة على تكليفهم وأنهم مأمورون منهيون…….قال القاضي عبد الجبار: لا نعلم خلافا بين أهل النظر في أن الجن مكلفون (الموسوعة الفقهية الكويتية- حرف الجيم، جن،‌‌ تكليف الجن ودخولهم في عموم بعثة محمد ‌‌صلى الله عليه وسلم، 96/16، ط: وزارة الأوقاف والشئون الإسلامية – الكويت)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *