প্রচ্ছদ / দান-সদকা-হাদিয়া / ধনী গরীব সবার জন্যই উপার্জিত সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ দান করা ফরজ?

ধনী গরীব সবার জন্যই উপার্জিত সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ দান করা ফরজ?

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমাদের এলাকার জনৈক আলিম বলেছেন ধনী-গরীব, এমনকি ভিক্ষুকের জন্যও তার উপার্জিত সম্পদের ৪০ টাকায় ১ টাকা “আল্লাহর রাস্তায়” দান করা ফরজ। উনি এটাকে “মালে বন্দেগী” বলে উল্লেখ করেছেন। এরকম কিছু শরীয়াতে অদৌ আছে কি? এ ব্যাপারে বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না, এমন কোন মালে বন্দেগীর কথা ইসলামী শরীয়তে নেই। এটি পুরোপুরি মনগড়া কথা। চল্লিশ ভাগের এক ভাগ দান করার ফরজিয়্যাত কেবলমাত্র যাকাত ফরজের সকল শর্ত পাওয়ার সাথে সাথে নেসাব পরিমাণ সম্পদের মালিকের উপরই আবশ্যক হয়। গরীব ও দারিদ্র ব্যক্তিদের উপর আবশ্যক হয় না। তবে নফল সদকা করতে পারে।

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى اليَمَنِ، فَقَالَ: ……..فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ (صحيح البخارى، رقم-1395)

لا تجب الزكاة إلا بثلاث، شرائط كمال النصاب، وحولان الحول، والتمكن فى الأداء (المبسوط  للسرخسى-2/174)

الزكاة واجبة على الحر العاقل البالغ المسلم إذا ملك نصابا ملكا تاما وحال عليه الحول الخ (هداية، كتاب الزكاة-1/185)

(نِصَابُ الذَّهَبِ عِشْرُونَ مِثْقَالًا وَالْفِضَّةِ مِائَتَا دِرْهَمٍ كُلُّ عَشْرَةِ) دَرَاهِمَ (وَزْنُ سَبْعَةِ مَثَاقِيلَ) الخ (أَوْ) فِي (عَرْضِ تِجَارَةٍ قِيمَتُهُ نِصَابٌ) الْجُمْلَةُ صِفَةُ عَرَضٍ وَهُوَ هُنَا مَا لَيْسَ بِنَقْدٍ. (رد المحتار، كتاب الزكاة، باب زكاة المال-2/224-228)

وفى الهندية: الزكاة واجبة فى عروض التجارة كائنة ما كانت إذا بلغت نصابا من الورق والذهب (الفتاوى الهندية-1/179)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *