প্রশ্ন:
কিছু কিছু মসজিদে যখন ইকামত শুরু হয়, তখন সকল মুসল্লিরা বসে, তারপর মুয়াজ্জিন সাহেব যখন قد قامت الصلاة বলে তখন মুসল্লিরা নামাযের জন্য দাঁড়ায়, এই পদ্ধতিটি কি সঠিক? হাদীসের আলোকে জানালে ভাল হত।
জবাব:
بسم الله الرحمن الرحيم
عن عبيد الله بن أبي قتادة عن أبيه قال : قال رسول الله صلى الله عليه و سلم : ( إذا أقيمت الصلاة فلا تقوموا حتى تروني قد خرجت إليكم (صحيح مسلم، كتباب المساجد، باب مَتَى يَقُومُ النَّاسُ لِلصَّلاَةِ، رقم الحديث-1396)
হযরত উবায়দুল্লাহ বিন আবি কাতাদা রাঃ তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাঃ ইরশাদ করেছেন যে, যখন নামাযের ইকামত দেয়া হয়, তখন তখন তোমরা দাঁড়িওনা, যতক্ষণ না আমাকে বের হতে দেখ,
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-২২২৩,
সহীহ মুসলিম, হাদীস নং-১৩৯৫, ১৩৯৬,
সুনানে আবু দাউদ, হাদীস নং-৫৪০,
মুসনাদে আবু আওয়ানা, হাদীস নং-১৩৩৭,
সুনানে বায়হাকী, হাদীস নং-২১২০,
সুনানে নাসায়ী, হাদীস নং-১৬৫১}
আর সুনানে বায়হাকীতে হযরত আনাস রাঃ থেকে বর্ণিত। যখন قد قامت الصلاةবলা হত, তখন তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে যেতেন। {সুনানে বায়হাকী, হাদীস নং-২১২০}
উল্লেখিত সহীহ হাদীসের ভিত্তিতে বুঝা যায় যে, যদি মুসল্লিরা ইকামতের সময় বসে থাকে তাহলে সর্বোচ্চ قد قامت الصلاةপর্যন্ত বসে থাকতে পারে। এরপর নয়। এর অর্থ এই নয় যে, যারা দাঁড়িয়ে আাছে তারা ইকামত শুরু হলে বসে যাবে। বরং যদি কেউ বসে থাকে, তাহলে তাদের قد قامت الصلاة পর্যন্ত বসে থাকার অনুমতি দেয়া হয়েছে, এরপর নয়।
হাদীসে বসে থাকলে দাঁড়াতে নিষেধ করা হয়েছে, কিন্তু ইকামত শুরু হল দাঁড়নো ব্যক্তি বসে যাবে একথা কোথায় নেই।
কিন্তু ইকামত শুরু হলে দাঁড়ানো থেকে বসে যাওয়া একটি অযথা কাজ। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরং প্রমাণিত হল বসে থাকলেقد قامت الصلاةপর্যন্ত বসে থাকার অনুমতি আছে।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।