প্রচ্ছদ / প্রশ্নোত্তর / দুধ ভাতিজীর বোনকে বিবাহ করার হুকুম কী?

দুধ ভাতিজীর বোনকে বিবাহ করার হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম

আমার প্রশ্ন হল দুধ ভাতিজির বোনকে বিবাহ করা জায়েজ কিনা?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

দুধ ভাইয়ের মেয়ে মানে দুধ ভাতিজী। সেই দুধ ভাতিজীর আপন বোনতো দুধ ভাতিজীই হয়ে থাকে। সুতরাং তাকে বিবাহ করা জায়েজ নয়। যেমন আপন ভাইয়ের মেয়েকে বিবাহ করা জায়েজ হয় না।

وأصله يحرم من الرضاع ما يحرم من النسب (رد المحتار، زكريا-4/404، كرتاشى-3/213)

عن عائشة أنها أخبرته أن عمها من الرضاعة يسمى أفلح أستأذن عليها، فحجبته، فأخبرته رسول الله صلى الله عليه وسلم، فقال لها: لا تتجبى منه، فإنه يحرم من الرضاعة ما يحرم من النسب (صحيح مسلم، كتاب الرضاع، النسخة الهندية-1/467، بيت الأفكار، رقم-1455)

عن على قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله حرم من الرضاع ما حرم من النسب (سنن الترمذى، النسخة الهندية-1/217، دار السلام رقم-1156)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *