প্রচ্ছদ / আহলে হাদীস / তাবলীগ জামাতে প্রচলিত ইকরামুল মুসলিমীন সম্পর্কিত তিন বক্তব্যের দলীল

তাবলীগ জামাতে প্রচলিত ইকরামুল মুসলিমীন সম্পর্কিত তিন বক্তব্যের দলীল

 প্রশ্ন

তাবলীগ জামাতী ভাইদের নীচের কথাগুলি কি দলিল ভিত্তিক? নাকি মনগড়া জানালে খ্বুই উপকৃত হব। উত্তর যথা সম্ভব দ্রুত দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-

১. যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের একটি হাজত পুরা করবে, আল্লাহ তায়ালা তার ৭৩টি হাজত পুরা করবেন। ১টি দুনিয়াতে বাকী ৭২টি আখিরাতে।

২. যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের একটি হাজত পুরা করবে, সে হজ্জ বা ওমরা পালনকারী ব্যক্তির ন্যায় সওয়াব পাবে।

৩. যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য অগ্রসর হয় বা সাধ্যমত চেষ্টা করে তার জন্য ১০ বছরের এতেকাফের সওয়াব লেখা হয়। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ১দিন এতেকাফ করে আল্লাহ পাক তার ও জাহান্নামের মাঝে ৩ খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন যার দূরত্ব আসমান থেকে জমিনের দূরত্বের চাইতেও বেশী।

উত্তর

بسم الله الرحمن الرحيم

উপরোক্ত কোন কথাই মনগড়া নয়। সব ক’টি রাসূল সাঃ থেকে বর্ণিত হাদীস।

১নং প্রশ্নের উত্তর

عَن أَنَس بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيه وَسَلَّم قال: من أغاث ملهوفًا كتب الله له ثلاثًا وسبعين مغفرة مغفرة واحدة منها فيها صلاح لأمره كله وثنتان وسبعون إلى يوم القيامة، أو ذخرها له يوم القيامة.

হযরত আনাস বিন মালিক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি কোন ব্যথিত ব্যক্তির প্রয়োজন পূর্ণ করে, আল্লাহ তাআলা তার ৭৩টি প্রয়োজন পূর্ণ করেন। একটি দ্বীন ও দুনিয়া সুন্দর করা হিসেবে। আর বাকি ৭২টি আখেরাতের জন্য বাকি থাকবে।

মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৭৪৭০

শুয়াবুল ঈমান, হাদীস নং-৭২৬৪

মুসানাদে আবী ইয়ালা, হাদীস নং-৪২৬৬

কানযুল উম্মাল, হাদীস নং-১৬৪৭১

জামেউল আহাদীস, হাদীস নং-২১৩৭৭

২য় নং প্রশ্নের উত্তর

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَأَبِي هُرَيْرَةَ، قَالَا: «مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ الْمُسْلِمِ أَظَلَّهُ اللَّهُ تَعَالَى بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ يَدْعُونَ لَهُ، وَلَمْ يَزَلْ يَخُوضُ فِي الرَّحْمَةِ حَتَّى يَفْرُغَ، فَإِذَا فَرَغَ كَتَبَ اللَّهُ لَهُ حَجَّةً وَعُمْرَةً،

অনুবাদ- হযরত আব্দুল্লাহ বিন ওমর ও হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। তারা উভয়ে বলেন, যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূর্ণ করার জন্য চলে, তার জন্য পঁচাত্তর হাজার ফেরেশতাকে নিয়োগ করেন, যারা উক্ত ব্যক্তির জন্য দুআ করতে থাকে। আর উক্ত কাজটি সম্পন্ন করা পর্যন্ত তার উপর রহমতের ছায়া থাকে। আর যখন প্রয়োজনটি পূর্ণ করে ফেলে তখন তার জন্য একটি হজ্ব ও উমরার সওয়াব লেখা হয়।

আলমুজামুল আওসাত, হাদীস নং-৪৩৯৬

মাকারিমাল আখলাক, হাদীস নং-৯২

আলমুজামুল আওসাত, হাদীস নং-৪৩৯৬

মাযমাউজ যাওয়ায়েদ, হাদীস নং-৩৭৮২

কানযুল উম্মাল, হাদীস নং-১৬৪৭৪

আততারগীব ওয়াত তারহীব, হাদীস নং-৫২৭৪

৩নং প্রশ্নের জবাব

عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ كَانَ خَيْرًا لَهُ مِنَ اعْتِكَافِ عَشْرِ سِنِينَ، وَمَنِ اعْتَكَفَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ جَعَلَ اللَّهُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ ثَلَاثَ خَنَادِقَ، كُلُّ خَنْدَقٍ أَبَعْدُ مِمَّا بَيْنَ الْخافِقَيْنِ»

অনুবাদ- হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি আপন কোন ভাইয়ের কাজের জন্য পায়ে হেঁটে যায়, তার একাজ দশ বছরের এতেকাফ থেকে উত্তম। যে ব্যক্তি একদিনের এতেকাফও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মাঝে তিন খন্দক আড় করে দেন। প্রতি খন্দক আসমান ও জমিনের দূরত্ব হতে বেশি।

আলমুজামুল আওসাত, হাদীস নং-৭৩২৬

শুয়াবুল ঈমান, হাদীস নং-৩৬৭৯

মাযমাউজ যাওয়ায়েদ, হাদীস নং-১৩৭১৬

কানযুল উম্মাল, হাদীস নং-২৪০১৯

জামেউল আহাদীস, হাদীস নং-২৩৯৯৬

আততারগীব ওয়াততারহীব, হাদীস নং-১৬৫০।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

 

আরও জানুন

অযুতে কনুই ধৌত না করে নামায পড়লে নামায আদায় হবে কি?

প্রশ্ন আসলে আমি অযু করে নেওয়ার সময় আমার হাতের কনুইয়ের উপর ও উপরিভাগে পানি লাগে …

No comments

  1. Md. Abu Sufian Chowdhury

    Jajakallah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *