প্রশ্ন
প্রশ্নকারী: সত্যের পথে সংগ্ৰাম
হযরত আমার একটা প্রশ্নের উত্তর জানা খুব জরুরী।
প্রশ্নটা হল, ব্যাংকে টাকা রাখা জায়েজ হবে কিনা?
যদি এই উত্তরটা দিতেন অনেক উপকৃত হতাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি টাকা পয়সা সংরক্ষণের কোন নিরাপদ পথ না থাকে, তাহলে ব্যাংকে একাউন্ট খোলে টাকা রাখা জায়েজ আছে। তবে এক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলোতে একাউন্ট খুলতে হবে। যদিও বর্তমান বাংলাদেশে কোন ইসলামী ব্যাংকই পরিপূর্ণ শরীয়া আইন ফলো করে না, তবে অন্যান্য সুদভিত্তিক ব্যাংকগুলোর তুলনায় কিছুটা ভালো।
তাই মন্দের ভালো হিসেবে একাউন্ট খুলা যাবে।
তবে চেষ্টা করতে হবে যেন কারেন্ট খোলা যায়। যদি তাতে সক্ষম না হোন, তাহলে অন্য একাউন্টও খোলা যাবে। তবে প্রতি বছর টাকার বিনিময়ে যে লভ্যাংশ ব্যাংক প্রদান করবে, তা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে।
فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ [٢:١٧٣
অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানী ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোন পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। (সূরা বাকারা-১৭৩)
الضرورات تبيح المظورات
তীব্র প্রয়োজন নিষিদ্ধ বিষয়কে বৈধ করে দেয়। {শরহুল কাওয়ায়িদিল ফিক্বহ লিজ জারক্বা, কায়দা নং-২০}
افتى به بعض اكابرنا أن للمسلم أن يأخذ من أصحاب البينك أهل الحرب فى دارهم، ثم يتصدق به على الفقراء، ولا يصرف إلى حوائج نفسه (اعلاء السنن، كتاب البيوع، باب الربا، كرتاشى-1/359، دار الكتب العلمية بيروت-14/413-414)
ويردونها على أربابها إن عرفهم وإلا تصدقوا بها (رد المحتار، زكريا-9/553، كرتاشى-6/385)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]