প্রশ্ন
H.M. Abdul Motaleb ·
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সব সময় আপনার সুস্থতা ও আপনার নেক হায়াত কামনা করি
আমার একটা প্রশ্ন ছিল:- সাধারণত আমাদের বাথরুমের মধ্যেই এখন গোসল এবং ইস্তেঞ্জা করা হয়…!!
এখন আমার প্রশ্ন হল বাথরুমের মধ্য ওজু করতে পারবো কিনা.?
যদি বাথরুম থেকে অজু করতে পারি….!!
দ্বিতীয়তঃ আমি ইস্তেঞ্জায় প্রবেশ করার সময় যে দোয়াটা পড়বো ,, এটা কি বাহির থেকে পড়তে হবে, নাকি ভিতর থেকে ( অর্থাৎ যে জায়গা থেকে ওযু করি ) ওই জায়গা থেকে পড়বো?
গোছানোভাবে প্রশ্নটা করতে পারলাম না আশা করি আমার প্রশ্নটার উত্তর সহজ ভাবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ
বারাকাল্লাহু ফি হায়াতি।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি অজু করতে গিয়ে টয়লেটের ময়লা শরীরে লাগার সম্ভাবনা না থাকে, যেমনটি সাধারণত বর্তমান টয়লেটগুলো বানানো হয়ে থাকে, তাহলে অযু করতে কোন সমস্যা নেই।
যেহেতু টয়লেটও বাথরুম তথা গোসলখানা একই রুমে। তাই বাথরুমে প্রবেশের সময়ই পড়ে নিবেন।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ (سنن ابن ماجه، رقم-298، صحيح البخارى، رقم-142)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com