প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / বেতন বৈধ হবার জন্য ক্লাস না থাকলেও কি কলেজ শিক্ষকদের প্রতিষ্ঠানে প্রতিদিন আসতে হবে?

বেতন বৈধ হবার জন্য ক্লাস না থাকলেও কি কলেজ শিক্ষকদের প্রতিষ্ঠানে প্রতিদিন আসতে হবে?

প্রশ্ন

আমি বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি কলেজের ইংরেজি প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত। আমি অন্যান্য বিসিএস ক্যাডারে ঘুষ, স্বজনপ্রীতি ও ক্ষমতার দাপট প্রকাশের সুযোগ থাকায় এ চাকরিতে এসেছি।

কিন্তু এখানেও সমস্যা। কলেজের শিক্ষকগণ ৯-৪টা প্রতিষ্ঠানে থাকেন না।

সপ্তাহে ৫ দিনের বদলে ৩দিন বা ২ দিন আসেন। অথচ সরকারি আইনের এই নিয়ম আছে। তারা রুটিন করে নিয়েছে নিজেদের সুবিধার্থে। তারা অফিস চলাকালীন সময়ে বাইরে থাকে। ক্লাশ থাকলে আসেন, না থাকলে আসেন না।

কলেজের প্রিন্সিপাল এই বিষয়ে কিছু বলেন না।

আমার প্রশ্ন হল যে আমি চাই আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে। কিন্তু সিস্টেমের কারনে আমি চাইলেও দুপুর ১ টার পর কলেজে ক্লাশ নিতে পারব না। শিক্ষার্থীও থাকে না।

এক্ষেত্রে আমি কি কর্মে ফাঁকির জন্য গুনাহগার হব? নাকি কলেজের প্রধান এ জন্য দায়ী হবেন? আর আমি কি অন্যদের মতো চলে যাবো নাকি চাকুরির চুক্তি পালন করতে বিকাল ৪ টা পর্যন্ত একা একাই কলেজে অপেক্ষা করবো?

উত্তর

بسم الله الرحمن الرحيم

সপ্তাহে যেহেতু ৫দিন আসা নিয়ম। তাই ক্লাস থাকুক বা না থাকুক আপনাকে ৫দিনই আসতে হবে।

এছাড়া এসে যেহেতু ৯টা থেকে ৪টা পর্যন্ত কলেজের কাজে রত থাকা আপনার দায়িত্ব। তাই ৪টা পর্যন্ত অবস্থান করতে হবে।

তবে যদি কলেজের যথাযোগ্য কর্তৃপক্ষ থেকে ‘ক্লাস না থাকলে প্রতিষ্ঠানে আসতে হবে না এবং প্রতিষ্ঠানে অবস্থান করতে হবে না’ মর্মে অনুমোদনপ্রাপ্ত হোন, তাহলে ক্লাস না থাকা দিনগুলোতে কলেজে না আসা এবং ১টার পর চলে যাবার দ্বারা গোনাহগার হবেন না।

আল্লাহ তাআলা আপনার এ দায়িত্ববোধকে জান্নাতে যাবার জরিয়া হিসেবে কবুল করুন। আমীন।

 

أما الخاص……. فهو الذى يجب عليه أن لا يعمل لغير من استأجره، وذلك كالأجير اليومى الذى له أجرة يومية، فإنه لا يصح أن يشغل وقته بشيء غير العمل المستأجرة (الفقه على المذاهب الأربعة، دار الفكر-3/146، الجوهر النيرة، دار الكتب ديوبند-1/313، امدادية ملتان-1/323)

الأجير الخاص: هو الذى يستحق الأجرة بتسليم نفسه فى المدة (الجوهرة النيرة، دار الكتب ديوبند-1/313، امدادية ملتان-1/323)

وإذا استأجر الرجل يوما ليعمل كذا، فعليه أن يعمل ذلك العمل أى قام المدة، ولا يشغل بشيء أخر سوى المكتوبة (رد المحتار، زكريا-9/96، كرتاشى-6/70، كويته-5/48، المحيط البرهانى-11/239، رقم-13629، الفتاوى التاتارخانية-15/30، رقم-22025، الفتاوى الهندية-4/416، جديد-4/447)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

One comment

  1. আল্লাহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আপনার মত বিবেকবান লোকে পরিপূর্ণ করে দিন, আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *