প্রশ্ন
আসসালামু আলাইকুম,, হযরত,,কোনো ছেলে কোনো মেয়েকে যদি ফোনে অডিও বা ভিডিও কলে বিয়ের নিয়তে যাওওয়াজতুকী বলে আর ঐ মেয়েটি যদি তার উত্তরে ক্ববিলতু বলে নেয়,,,তাহলে কি বিয়ে হয়ে যাবে,,এবং এর বিধান কি সাধারণ বিয়ের বিধানের মতোই হবে।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উপরোক্ত পদ্ধতিতে কথোপকথনের দ্বারা বিবাহ শুদ্ধ হবে না।
বিবাহ শুদ্ধ হবার জন্য মৌলিক দু’টি শর্ত রয়েছে। এর মাঝে একটি হলো:
ইজাব তথা প্রস্তাব ও কবুল তথা গ্রহণ শুদ্ধ হবার জন্য প্রস্তাবকারী ও গ্রহণকারী উভয়ের মজলিস এক হওয়া আবশ্যকীয় শর্ত।
আরেকটি হলো: বিয়ের মজলিসে দুইজন সাক্ষীর একসাথে বিদ্যমান থাকা শর্ত। সেই সাথে ইজাব ও কবুল একইসাথে শোনাও শর্ত।
প্রশ্নোক্ত সূরতে বিবাহের উপরোক্ত আবশ্যকীয় দু’টি শর্তই নেই। সুতরাং এ সূরতে বিবাহ শুদ্ধ হবার প্রশ্নই হয় না।
ومن شرائط الإيجاب والقبول اتحاد المجلس (الدر المختار مع الشامى، زكريا-4\76، كرتاشى-3/14)
وشرائط الإيجاب والقبول فمنها اتحاد المجلس، إذا كان الشخصان حاضرين، فلو اختلف المجلس لم ينعقد (البحر الرائق، زكريا-3/148، كرتاشى-3/83)
وشرط حضور شاهدين (حرين) أو حر وحرتين (مكلفين سامعين قولهما معا) (الدر المختار مع الشامى، زكريا-4\87-91، كرتاشى-3/21-22)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com