প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / ব্যাংক থেকে প্রাপ্ত সুদী টাকা কি আত্মীয়দের ঈদ উপহার হিসেবে দেয়া যাবে?

ব্যাংক থেকে প্রাপ্ত সুদী টাকা কি আত্মীয়দের ঈদ উপহার হিসেবে দেয়া যাবে?

প্রশ্ন

নিজের
1-আপন বড় ভাই,
2-ভাবি,
3-ভাতিজা এবং
4- নিজের শোসুর,
5-শাসুরীকে ,
ব্যাংকের সুদের টাকায় ঈদের উপহার দেওয়া যাবে কি? দিলে নেকি না পেলাম কিন্তু গুনাহের ভাগি হতে হবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

দেয়া যাবে না। দিলে গোনাহগার হবে। কারণ, সুদী টাকায় উপকার গ্রহণ করা বা স্বীয় প্রয়োজনে খরচ করা জায়েজ নয়।

তাই এসব টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে দান করে দেয়া আবশ্যক।

তবে যদি উপরোক্ত আত্মীয়গণ যাকাত খাওয়ার যোগ্য গরীব হয়ে থাকে, তাহলে তাদেরকেও দান করা যাবে। অন্যথায় যাবে না।


ان أخذه من غير عقد لم يملكه ويجب عليه أن يرده على مالكه، إن وجد المالك (بذل المجهود، كتاب الطهارة، باب فرض الوضوء، سهارنبور-1/37، دار البشائر الإسلامية-1/359، تحت رقم الحديث-59، رد المحتار، زكريا-9/553، كرتاشى-6/385، تبيين الحقائق، ملتان-6/27، زكريا-7/60، البحر الرائق، زكريا-9/369، كويته-8/201، الفتاوى الهندية-5/349، جديد-5/404، الموسوعة الفقهية الكويتية-34/246، معارف السنن-1/33-34)

افتى به بعض اكابرنا أن للمسلم أن يأخذ من أصحاب البينك أهل الحرب فى دارهم، ثم يتصدق به على الفقراء، ولا يصرف إلى حوائج نفسه (اعلاء السنن، كتاب البيوع، باب الربا، كرتاشى-1/359، دار الكتب العلمية بيروت-14/413-414) 

ويردونها على أربابها إن عرفهم وإلا تصدقوا بها (رد المحتار، زكريا-9/553، كرتاشى-6/385)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *