প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / জীবনবীমা কোম্পানীতে চাকুরী ও জীবনবীমা করার হুকুম কী?

জীবনবীমা কোম্পানীতে চাকুরী ও জীবনবীমা করার হুকুম কী?

প্রশ্ন

জীবন বীমাতে চাকুরী কারা বা এটা করা যাবে কি না?

উত্তর

بسم الله الرحمن الرحيم

বাংলাদেশে প্রচলিত জীবনবীমা সম্পূর্ণরূদে সুদী লেনদেনে জড়িত। এ কারণে জীবনবীমা কোম্পানীতে চাকুরী করা বা জীবনবীমা করা কোনটাই জায়েজ নয়।

 

          یَمۡحَقُ اللّهُ الرِّبٰوا وَیُرۡبِی الصَّدَقٰتِؕ وَاللّهُ لَا یُحِبُّ کُلَّ کَفَّارٍ اَثِیۡمٍ

আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান-সদাকাকে বর্ধিত করেন। আর আল্লাহ এমন প্রতিটি লোককে অপছন্দ করেন যে নাশোকর, পাপিষ্ঠ। [সূরাআল বাকারা – ২৭৬]

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ ٱلرِّبَوٰٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ، فَإِن لَّمۡ تَفۡعَلُواْ فَأۡذَنُواْ بِحَرۡب مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦۖ وَإِن تُبۡتُمۡ فَلَكُمۡ رُءُوسُ أَمۡوَٰلِكُمۡ لَا تَظۡلِمُونَ وَلَا تُظۡلَمُونَ،

হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাক, তবে সুদের যে অংশই (কারও কাছে) অবশিষ্ট রয়ে গেছে, তা ছেড়ে দাও।

তবুও যদি তোমরা (তা) না কর, তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর তোমরা যদি (সুদ থেকে) তাওবা কর, তবে তোমাদের মূল পুঁজি তোমাদের প্রাপ্য। তোমরাও (কারও প্রতি) জুলুম করবে না এবং তোমাদের প্রতিও জুলুম করা হবে না। [সূরা বাকারা-আল বাকারা – ২৭৮-২৭৯]

عَنْ جَابِرٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ

জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, সুদ গ্রহীতার উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও উহার সাক্ষীদ্বয়ের উপর এবং বলেছেন এরা সকলেই সমান। [সহীহ মুসলিম-২/২৭, হাদীস নং-১৫৯৮, ইফাবা-৩৯৪৮, সুনানে আবূ দাউদ-২/৪৭৩, হাদীস নং-৩৩৩৩, সুনানে তিরমিজী-১/২২৯, হাদীস নং-১২০৬, সুনানে নাসায়ী-২/২৩৮, হাদীস নং-৫১০৮, সুনানে ইবনে মাজাহ-২/১৬৫, হাদীস নং-২৭৭]

ومن هنا ظهر أن التوظف فى البنوط الربوية لا يجوز، فإن كان عمل الموظف فى البنك ما يعين على الربا، كالكتابة، أو الحساب، فذلك حرام لوجهين، الأول: إعانة على المعصية، والثانى: أخذ الأجرة من المال الحرام، (تكملة فتح الملهم، كتاب المساقاة والمزارعة، باب لعن آكل الربا ومؤكله، أشرفية-1/619)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *