প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / দুই তালাকে রেজয়ী দেবার পর চার মাস অতিক্রান্ত হয়ে গেলে স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনবে?

দুই তালাকে রেজয়ী দেবার পর চার মাস অতিক্রান্ত হয়ে গেলে স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনবে?

প্রশ্ন

নাম প্রকাশে অনিচ্ছুক। এক ভাই তার স্ত্রী কে ১ তালাকে রেজয়ী দিল,এর ১ মাস পর ২য় তালাক দিয়েছে, এর পর তাদের মাঝে প্রায় ৪ মাস কোন দেখা সাক্ষাৎ হয়নি শুধু ফোনে কথা হয়েছে। ৪ মাস পর স্ত্রীর বাসায় গিয়ে ঝগড়া বিবাদ মিটিয়ে তাকে নিয়ে আসল। এখন জানার বিষয় হলো ২ বার রেজয়ী তালাক দেওয়ার পর ৪ মাস দেখা সাক্ষাৎ না করার কারনে কি স্ত্রী তালাক হয়েগেছে? আমাদের এখন কি করনীয়?  শায়েখ দ্রুত জানালে উপকৃত হব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যেহেতু দুই তালাক দেবার পর চার মাস অতিক্রান্ত হবার পর স্ত্রীকে ফিরিয়ে আনা হয়েছে। তাই এর মাধ্যমে তালাকের ইদ্দত সমাপ্ত হয়ে গেছে। ফলে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে।

এখন স্ত্রীকে রাখতে হলে নতুন করে মোহর ধার্য করে দুইজন প্রাপ্ত বয়স্ক মুসলিম সাক্ষীর সামনে ইজাব কবুল তথা নতুন করে বিয়ে করে নিতে হবে। নতুন করে বিবাহ করা ছাড়া সংসার করা জায়েজ হবে না।

তবে মনে রাখতে হবে যে, নতুন বিয়ে করলেও ভবিষ্যতে স্বামী আর মাত্র এক তালাকের মালিক থাকবে। আরেক তালাক দিয়ে দিলে, পরে বিয়ে করলেও আর সংসার করার সুযোগ বাকি থাকবে না।

 

إذا انقضت العدة فقد بطل حق المراجعة (المحيط البرهانى، الفصل الثانى وعشرون فى مسائل الرجعة، المجلس العلمى بيروت-5/183)

فإن طلقها ولم يراجعها، بل تركها حتى انقضت عدتها بانت وهذا عندنا (بدائع الصنائع، زكريا-3/283، بيروت-4/387)

إذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها فى العدة، وبعد انقضائها (الفتاوى الهندية-1/472، جديد-1/535، هداية-2/399، الفتاوى التاتارخانية-5/148، رقم-7504)

ينكح مبانته بما دون الثلاث فى العدة وبعدها بالإجماع (رد المحتار، زكريا-5/40، كرتاشى-3/209)

عن سماك قال: سمعت عكرمة، يقول: الطلاق مرتان، فإمساك بمعروف، أو تسريح بإحسان، قال: إذا طلق الرجل امرأته واحدة فإن شاء نكحها، وإذا طلقها ثنتين فإن شاء نكحها، فإذا طلقها ثلاثا فلا تحل له حتى تنكح زوجا غيره (المصنف لأبن أبى شيبة، ما قالوا فى الطلاق مرتان، جديد مؤسسه علوم القرآن، بيورت-10/197، رقم-19564)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

তরজমাসহ কুরআন কি কুরআনের মতো সম্মানিত?

প্রশ্ন আসসালামু অলাইকুম। আমি জানতে চাই এক খন্ডের যেসব তাফসীর পাওয়া যায় সেগুলোতে পূর্ন আরবী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস